ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ উট: মরুভূমির জাহাজ থেকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে কলকাতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশি ইলিশ, ক্রেতার ঝোঁক গুজরাট-মিয়ানমারের দিকে কটাক্ষের মুখে দীপিকা পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ
বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ও হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান কেবল তারকা পরিবারের সদস্যই নন, তারা দুজনেই জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার। তাদের পারিশ্রমিক নিয়ে প্রকাশ হলো বিস্ময়কর তথ্য।

গৌরী খান ও সুজান খানের ইন্টেরিয়র ডিজাইন ফি কতো জানেন? চমকপ্রদ তথ্য প্রকাশ!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 100

বলিউড তারকাদের ঘরবাড়ি শুধু অভিনয়ের গ্ল্যামারেই নয়, সাজসজ্জার দিক থেকেও আলাদা। আর এই সাজানোর পেছনে বড় ভূমিকা রাখেন গৌরী খান ও সুজান খান। দুজনেই নিজস্ব দক্ষতায় বলিউডে তৈরি করেছেন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে এক বিশেষ পরিচিতি।

সম্প্রতি এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে তাদের পারিশ্রমিক সম্পর্কিত তথ্য।

সুজান খানের পারিশ্রমিক>
সুজান খান জিরোধানির ‘জিরো ১ হাসল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি প্রতি স্কয়ার ফুটপ্রতি নির্দিষ্ট ফি নেন। ফি নির্ভর করে বাজেট, লোকেশন ও ব্যবহৃত উপকরণের মানের ওপর। একটি ২ হাজার স্কয়ার ফুট অ্যাপার্টমেন্টে স্কয়ার ফুটপ্রতি ফি ১,২০০–২,০০০ রুপি। উদাহরণস্বরূপ, মুম্বাইয়ের ১,৫০০ স্কয়ার ফুটের বিলাসবহুল বাড়ি সাজাতে খরচ পড়ে ২৫–৩০ লাখ রুপি। কাজ শুরুর আগে তিনি ৩০% অগ্রিম নেন, এরপর ধাপে ধাপে প্রকল্প শেষ করেন।

গৌরী খানের পারিশ্রমিক>
অন্যদিকে গৌরী খানের পারিশ্রমিক নিয়ে অফিসিয়াল কোনো তথ্য না থাকলেও, ইন্টেরিয়র এ টু জেড জানিয়েছে—তাঁর কনসালটেশন ফি শুরু হয় ৬ লাখ রুপি থেকে। আবাসিক প্রকল্প: ৩০ লাখ–৫ কোটি রুপি পর্যন্ত। বিলাসবহুল ভিলা: ৩ কোটি–১০ কোটি রুপি। কমার্শিয়াল প্রকল্প: ৫০ লাখ–২০ কোটি রুপি। এছাড়া, গৌরীর নিজস্ব ডিজাইনের আসবাব রয়েছে, যার একেকটির দাম ৫ লাখ রুপি পর্যন্ত হতে পারে।

তবে এসব তথ্য বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে অনুমাননির্ভর এবং এখনও গৌরী খানের টিম থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সর্বাধিক পঠিত

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ও হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান কেবল তারকা পরিবারের সদস্যই নন, তারা দুজনেই জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার। তাদের পারিশ্রমিক নিয়ে প্রকাশ হলো বিস্ময়কর তথ্য।

গৌরী খান ও সুজান খানের ইন্টেরিয়র ডিজাইন ফি কতো জানেন? চমকপ্রদ তথ্য প্রকাশ!

আপডেট সময়: ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

বলিউড তারকাদের ঘরবাড়ি শুধু অভিনয়ের গ্ল্যামারেই নয়, সাজসজ্জার দিক থেকেও আলাদা। আর এই সাজানোর পেছনে বড় ভূমিকা রাখেন গৌরী খান ও সুজান খান। দুজনেই নিজস্ব দক্ষতায় বলিউডে তৈরি করেছেন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে এক বিশেষ পরিচিতি।

সম্প্রতি এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে তাদের পারিশ্রমিক সম্পর্কিত তথ্য।

সুজান খানের পারিশ্রমিক>
সুজান খান জিরোধানির ‘জিরো ১ হাসল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি প্রতি স্কয়ার ফুটপ্রতি নির্দিষ্ট ফি নেন। ফি নির্ভর করে বাজেট, লোকেশন ও ব্যবহৃত উপকরণের মানের ওপর। একটি ২ হাজার স্কয়ার ফুট অ্যাপার্টমেন্টে স্কয়ার ফুটপ্রতি ফি ১,২০০–২,০০০ রুপি। উদাহরণস্বরূপ, মুম্বাইয়ের ১,৫০০ স্কয়ার ফুটের বিলাসবহুল বাড়ি সাজাতে খরচ পড়ে ২৫–৩০ লাখ রুপি। কাজ শুরুর আগে তিনি ৩০% অগ্রিম নেন, এরপর ধাপে ধাপে প্রকল্প শেষ করেন।

গৌরী খানের পারিশ্রমিক>
অন্যদিকে গৌরী খানের পারিশ্রমিক নিয়ে অফিসিয়াল কোনো তথ্য না থাকলেও, ইন্টেরিয়র এ টু জেড জানিয়েছে—তাঁর কনসালটেশন ফি শুরু হয় ৬ লাখ রুপি থেকে। আবাসিক প্রকল্প: ৩০ লাখ–৫ কোটি রুপি পর্যন্ত। বিলাসবহুল ভিলা: ৩ কোটি–১০ কোটি রুপি। কমার্শিয়াল প্রকল্প: ৫০ লাখ–২০ কোটি রুপি। এছাড়া, গৌরীর নিজস্ব ডিজাইনের আসবাব রয়েছে, যার একেকটির দাম ৫ লাখ রুপি পর্যন্ত হতে পারে।

তবে এসব তথ্য বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে অনুমাননির্ভর এবং এখনও গৌরী খানের টিম থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।