বলিউড তারকাদের ঘরবাড়ি শুধু অভিনয়ের গ্ল্যামারেই নয়, সাজসজ্জার দিক থেকেও আলাদা। আর এই সাজানোর পেছনে বড় ভূমিকা রাখেন গৌরী খান ও সুজান খান। দুজনেই নিজস্ব দক্ষতায় বলিউডে তৈরি করেছেন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে এক বিশেষ পরিচিতি।
সম্প্রতি এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে তাদের পারিশ্রমিক সম্পর্কিত তথ্য।
সুজান খানের পারিশ্রমিক>
সুজান খান জিরোধানির ‘জিরো ১ হাসল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি প্রতি স্কয়ার ফুটপ্রতি নির্দিষ্ট ফি নেন। ফি নির্ভর করে বাজেট, লোকেশন ও ব্যবহৃত উপকরণের মানের ওপর। একটি ২ হাজার স্কয়ার ফুট অ্যাপার্টমেন্টে স্কয়ার ফুটপ্রতি ফি ১,২০০–২,০০০ রুপি। উদাহরণস্বরূপ, মুম্বাইয়ের ১,৫০০ স্কয়ার ফুটের বিলাসবহুল বাড়ি সাজাতে খরচ পড়ে ২৫–৩০ লাখ রুপি। কাজ শুরুর আগে তিনি ৩০% অগ্রিম নেন, এরপর ধাপে ধাপে প্রকল্প শেষ করেন।
গৌরী খানের পারিশ্রমিক>
অন্যদিকে গৌরী খানের পারিশ্রমিক নিয়ে অফিসিয়াল কোনো তথ্য না থাকলেও, ইন্টেরিয়র এ টু জেড জানিয়েছে—তাঁর কনসালটেশন ফি শুরু হয় ৬ লাখ রুপি থেকে। আবাসিক প্রকল্প: ৩০ লাখ–৫ কোটি রুপি পর্যন্ত। বিলাসবহুল ভিলা: ৩ কোটি–১০ কোটি রুপি। কমার্শিয়াল প্রকল্প: ৫০ লাখ–২০ কোটি রুপি। এছাড়া, গৌরীর নিজস্ব ডিজাইনের আসবাব রয়েছে, যার একেকটির দাম ৫ লাখ রুপি পর্যন্ত হতে পারে।
তবে এসব তথ্য বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে অনুমাননির্ভর এবং এখনও গৌরী খানের টিম থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv