
উয়েফা সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে নাটকীয় জয় পেলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি জায়ান্টরা তিন মাসের মধ্যে দ্বিতীয়বার ট্রফি হাতছাড়া করলো টটেনহাম হটস্পারের হাত থেকে। ৮৪ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তের জোড়া গোল এনে ম্যাচকে টাইব্রেকারে নেয় পিএসজি, এরপর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জিতে নেয় বছরের পঞ্চম শিরোপা।
চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর প্রথম ফরাসি ক্লাব হিসেবে সুপার কাপে চ্যাম্পিয়ন হলো লুইস এনরিকের দল। ৮৫ মিনিটে লি কাং ইন ব্যবধান কমান এবং ইনজুরি টাইমে উসমান দেম্বেলের ক্রসে গনসালো রামোসের হেডে সমতা ফেরে।
ম্যাচের শুরুতে ৩৯ মিনিটে মিকি ফন ডার ভেনের গোলে এগিয়ে যায় টটেনহাম। হাফ টাইমের আগে পেদ্রো পোরোর ফ্রি কিক থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে ব্যবধান দ্বিগুণ করে লন্ডনের ক্লাবটি।
কিন্তু শেষ মুহূর্তের প্রত্যাবর্তনে দারুণ লড়াই করে পিএসজি। শুটআউটে শুরুতে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে নুনো মেন্দেসের জয়সূচক পেনাল্টি শটে জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা।
এটাই ছিল টটেনহামের নতুন কোচ ফ্রাঙ্কের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ, যেখানে এগিয়ে থেকেও শিরোপা হাতছাড়া করে তার দল।