
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শুক্রবার (১৫ আগস্ট) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে আর্নে স্লটের দল।
লিভারপুলের হয়ে গোল করেছেন নতুন সাইনিং হুগো একিতিকে, কোডি গাকপো, ফেদেরিকো চিয়েসা ও মোহামেদ সালাহ। অপরদিকে বোর্নমাউথের হয়ে দুটি গোলই করেছেন সেমেনিও।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল। প্রথমার্ধে একিতেকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর গাকপো ব্যবধান দ্বিগুণ করেন। তবে হাল ছাড়েনি বোর্নমাউথ—৬৪ ও ৭৬ মিনিটে সেমেনিওর জোড়া গোলে সমতায় ফেরে অতিথিরা।
কিন্তু শেষ মুহূর্তে আবারও লিভারপুল ঝলসে ওঠে। ৮৮তম মিনিটে ফেদেরিকো চিয়েসা গোল করলে এগিয়ে যায় লাল জার্সিধারীরা। অতিরিক্ত যোগ করা সময়ে সালাহর গোলে ৪-২ ব্যবধানের জয়ে মৌসুম শুরু করে চ্যাম্পিয়নরা।
মোহামেদ সালাহর এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা দাঁড়ালো ১৮৭-তে। এর ফলে তিনি কিংবদন্তি অ্যান্ড্রু কোলের সঙ্গে যৌথভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।
এই জয়ের মাধ্যমে লিভারপুলের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ধারা আরও দীর্ঘ হলো। গত ১২ মৌসুমে একবারও উদ্বোধনী ম্যাচে হারেনি তারা। এর মধ্যে ৯টি ম্যাচেই জয় এসেছে।
ম্যাচের আগে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।