
ত্রিনিদাদে মঙ্গলবার ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে তৃতীয় ওয়ানডেতে ২০২ রানে উড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল শাই হোপের দল। প্রায় ৩৪ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার জয় পেল ক্যারিবিয়ানরা।
শেষবার ১৯৯১ সালের নভেম্বরে রিচি রিচার্ডসনের নেতৃত্বে পাকিস্তান সফরে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপরের ১১ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের একটিতে ড্র হয়, বাকি ১০টিতে জয় পায় পাকিস্তান।
এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের—প্রথম ৩০ ওভারে মাত্র ১১০ রান। কিন্তু শেষ দিকে শাই হোপের বিধ্বংসী ব্যাটিং দলকে বড় স্কোর এনে দেয়। ৯৪ বলে অপরাজিত ১২০ রানে তিনি ইনিংস সাজান ১০ চার ও ৫ ছক্কায়। সপ্তম উইকেটে জাস্টিন গ্রেভসের সঙ্গে মাত্র ৫০ বলে ১১০ রানের জুটি গড়েন হোপ। গ্রেভস অপরাজিত থাকেন ২৪ বলে ৪৩ রানে।
রোস্টন চেইসও শেষ দিকে ২৯ বলে ৩৬ রান যোগ করেন। শেষ ৭ ওভারে আসে ১০০ রান, ইনিংস শেষ হয় ২৯৪ রানে।
বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন জেডেন সিলস। তার বোলিং ফিগার ৬ উইকেট ১৮ রান—ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে তৃতীয় সেরা। রান তাড়ায় পাকিস্তান প্রথম ওভারেই উইকেট হারায় এবং ব্যাটিং ধসে পড়ে। বাবর আজম মাত্র ৯ রান করেন, দলের সর্বোচ্চ ৩০ রান আসে সালমান আলি আগার ব্যাট থেকে। ৫ জন ব্যাটার ফেরেন শূন্য রানে, পুরো দল অলআউট হয় ৯২ রানে।
শেষ উইকেট রান আউটে শেষ হয় ম্যাচ, আর ৩৪ বছরের দীর্ঘ অপেক্ষার জয় উদযাপনে মেতে ওঠে ক্যারিবিয়ানরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা হারের পর, পাকিস্তানের কাছে প্রথম ওয়ানডে হারার পর বোর্ড কিংবদন্তি ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ডেসমন্ড হেইন্স ও শিবনারাইন চান্দারপলকে নিয়ে জরুরি বৈঠক ডাকে। দ্বিতীয় ওয়ানডে থেকে সেই পরিবর্তনের ফল মিলতে শুরু করে, আর তৃতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে সিরিজ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।