
শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কাছে বড় হারে বাংলাদেশের সুপার ফোরে ওঠার স্বপ্নে ধাক্কা লেগেছে। লঙ্কানরা ম্যাচ জিতেছে ৩২ বল হাতে রেখে, ফলে নেট রান রেটেও (-০.৬৫০) চাপে পড়ে গেছে লিটন দাসের দল।
প্রথম দুই ওভারেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। লিটন দাসের ২৮, জাকের আলীর অপরাজিত ৪১ এবং শামীম পাটোয়ারীর অপরাজিত ৪২ রানে ভর করে ১৩৯ রান তোলে বাংলাদেশ। তবে সেটি যথেষ্ট হয়নি। লঙ্কানরা ১০ ওভারেই তিন অঙ্কে পৌঁছে যায়, যদিও মাঝপথে একটি ধস নামে, তারপরও সহজেই জয় তুলে নেয় তারা।
এতে শ্রীলঙ্কা তাদের শিরোপা ধরে রাখার মিশন ভালোভাবেই শুরু করল। অন্যদিকে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ।
বাংলাদেশকে ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। যদি আফগানিস্তান শ্রীলঙ্কার কাছেও হেরে যায়, তবে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাবে। কিন্তু আফগানিস্তান যদি বাংলাদেশকে হারানোর পর শ্রীলঙ্কাকেও হারায়, তবে আসবে নেট রান রেটের হিসাব। বর্তমানে আফগানিস্তানের নেট রান রেট ৪.৭০০, শ্রীলঙ্কার ২.৫৯৫ এবং বাংলাদেশের -০.৬৫০। তাই আফগানিস্তানকে হারাতে হলে বড় ব্যবধানে জয় চাই লিটন দাসদের, না হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার জয়-পরাজয়ের দিকে। বাংলাদেশের হাতে এখন শুধু একটি সুযোগ—শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানো এবং নেট রান রেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। না হলে সুপার ফোরের টিকিট থাকবে প্রতিপক্ষের হাতে।