
শ্রীলংকাকে হারানোর পর বাংলাদেশ পেয়েছিল তিন দিনের বিশ্রাম। কিন্তু এশিয়া কাপ সুপার ফোরে সূচির কারণে আবারও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে লিটন দাসরা। একমাত্র বাংলাদেশকেই টানা দুই দিনে দুটি বড় ম্যাচ খেলতে হচ্ছে দুবাইয়ের প্রখর গরমে।
আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ভারতের মুখোমুখি হবে টাইগাররা। আগামীকাল আবার পাকিস্তানের সঙ্গে খেলতে হবে।
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ভারতকে হারানোর আত্মবিশ্বাস তার দল রাখে। তিনি বলেন—“প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। আসল বিষয় হলো ম্যাচের সাড়ে তিন ঘণ্টা। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে এবং ভারতকে ভুল করতে বাধ্য করতে।”
ভারতের বিপক্ষে ছোট ছোট সুযোগগুলো কাজে লাগানোই হবে মূল চ্যালেঞ্জ। সিমন্স বলেন, “বিশ্বাস রাখতেই হবে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারি, তাহলে সেটি ধরে রাখতে হবে। মোমেন্টাম কাজে লাগাতে পারলেই ভারতের বিপক্ষে জেতা সম্ভব।”
সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিমন্স আরও বলেন, “টানা দুদিনে দুটি ম্যাচ খেলা কোনো দলের জন্যই সহজ নয়। এটা আদর্শ কিছু না। তবে ছেলেরা ফিট আছে, কঠোর অনুশীলন করেছে। আমরা প্রস্তুত।”
ভারত-বাংলাদেশ ম্যাচের বাড়তি উত্তেজনা নিয়েও মন্তব্য করেছেন সিমন্স—“বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে ম্যাচে হাইপ থাকবেই। আমরা শুধু সেটি উপভোগ করতে চাই এবং সেরা খেলাটা দিতে চাই।”