
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী অক্টোবরে হওয়ার কথা থাকলেও তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি নির্বাচন ২০২৫ ঘিরে ষড়যন্ত্র ও অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ তুলেছেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন—যা ঢাকার ৭৬টি ক্লাব সংগঠকের সংগঠন।
রবিবার (২৪ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন দাবি করেন, বিসিবি নির্বাচন ২০২৫ ইচ্ছাকৃতভাবে অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে।
বোরহানুল হোসেন বলেন, “বিসিবিতে ‘নব্য ফ্যাসিস্ট’রা মাথাচাড়া দিয়ে উঠেছে। আসন্ন নির্বাচনকে ঘিরে চক্রান্ত হচ্ছে এবং সংগঠকদের নানাভাবে অসম্মান করা হচ্ছে।” এই অসম্মানের ইঙ্গিত যে মাহবুবুল আনামকে ঘিরেই, তা স্পষ্ট। সম্প্রতি বিতর্কের জেরে তিনি বিসিবির আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।
রফিকুল ইসলাম বলেন, “অ্যাডহক কমিটি গঠন করে বোর্ড পরিচালনার চক্রান্ত চলছে। তবে বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটির কোনো বিধান নেই। আমরা সুষ্ঠু ও সময়মতো নির্বাচন চাই।” তবে কারা এই ষড়যন্ত্র করছে, সে বিষয়ে সরাসরি কোনো নাম প্রকাশ করেননি তারা। সংগঠকদের অভিযোগ, একজনকে ব্যক্তিগতভাবে টার্গেট করে অসম্মানিত করার চেষ্টা চলছে, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।