ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ উট: মরুভূমির জাহাজ থেকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে কলকাতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশি ইলিশ, ক্রেতার ঝোঁক গুজরাট-মিয়ানমারের দিকে কটাক্ষের মুখে দীপিকা পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ
গুনাহই জীবনের অশান্তি ও সংকীর্ণতার প্রধান কারণ প্রকৃত তাওবা মানুষকে করে নিষ্পাপ ও আল্লাহর প্রিয় কোরআন-হাদিসে তাওবার গুরুত্ব ও প্রতিশ্রুত ক্ষমা

তাওবা: গুনাহ থেকে মুক্তি ও শান্তি ফিরে পাওয়ার চাবিকাঠি

  • ইসলাম ডেস্ক
  • আপডেট সময়: ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 98

ভুল-শুদ্ধ মিলেই জীবন। ত্রুটিহীন মানুষ পাওয়া দুষ্কর। জীবনচলার পথে কখনো সচেতনভাবে, কখনো অবচেতনে আমরা ভুল করে ফেলি। তবে সত্যিকার মানুষ ভুলে অটল থাকতে পারে না—বিবেক, দায়বদ্ধতা ও পরকালের ভয় তাকে অনুশোচনায় ভোগায় এবং সংশোধনের পথে ধাবিত করে।

গুনাহ—সবচেয়ে বড় ভুল>
আল্লাহর অবাধ্যতা ও রাসুল (সা.) এর সুন্নাত থেকে বিমুখ হওয়াকেই বলা হয় গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করেছেন—“তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। নিশ্চয়ই যারা গুনাহ করে, অচিরেই তাদেরকে তাদের কৃতকর্মের বদলা দেয়া হবে।” (সুরা আনআম, আয়াত: ১২০)

গুনাহের শাস্তি দুনিয়া ও আখেরাতে ভোগ করতে হয়। তবে তাওবা ও ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করে দেন—“আমি অবশ্যই ক্ষমাকারী তার জন্য, যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং হেদায়েত প্রাপ্ত হয়।” (সুরা ত্বাহা, আয়াত: ৮২)

আল্লাহর খুশি হওয়ার অন্যতম কারণ>
রাসুল (সা.) বলেন—“তোমাদের কেউ মরুভূমিতে হারানো উট ফিরে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তাঁর বান্দার তাওবাতে তার চেয়েও বেশি খুশি হন।” (বুখারি, হাদিস: ৬৭০৯)

প্রকৃত তাওবা মানে—পাপের জন্য অনুতপ্ত হওয়া, ভুল স্বীকার করে ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার, অন্যের হক ফিরিয়ে দেওয়া ও আল্লাহর আনুগত্যে ফিরে আসা।

ইসলামে তাওবার ছয় শর্ত>
চতুর্থ খলিফা আলী (রা.) বলেন, তাওবা হলো ছয়টি বিষয়ের সমষ্টি—নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, ছুটে যাওয়া ফরজ-ওয়াজিব ইবাদত পূরণ করা, অন্যের হক ফেরত দেওয়া, শারীরিক বা মৌখিক ক্ষতির জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে পাপ ত্যাগের দৃঢ় সংকল্প, আল্লাহর আনুগত্যে সমর্পণ।

গুনাহ থেকে মুক্তির গুরুত্ব>
আল্লাহ বলেন— “হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে তাওবা করো, যেন সফলকাম হতে পারো।” (সুরা আন-নূর, আয়াত: ৩১)

গুনাহ মানুষের জীবন সংকুচিত ও অশান্ত করে দেয়। রাসুল (সা.) বলেন—

“যে গুনাহ ত্যাগ করে তাওবা করলো, সে গুনাহহীন মানুষের মতো।” (ইবনু মাজাহ, হাদিস: ৪২৫০)

উপসংহার>
আমরা যদি যথার্থ তাওবা করে পাপ ত্যাগ করি, তাহলে দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ সম্ভব। অধিক তাওবা ও গুনাহমুক্ত জীবনই হোক আমাদের লক্ষ্য।

সর্বাধিক পঠিত

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

গুনাহই জীবনের অশান্তি ও সংকীর্ণতার প্রধান কারণ প্রকৃত তাওবা মানুষকে করে নিষ্পাপ ও আল্লাহর প্রিয় কোরআন-হাদিসে তাওবার গুরুত্ব ও প্রতিশ্রুত ক্ষমা

তাওবা: গুনাহ থেকে মুক্তি ও শান্তি ফিরে পাওয়ার চাবিকাঠি

আপডেট সময়: ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

ভুল-শুদ্ধ মিলেই জীবন। ত্রুটিহীন মানুষ পাওয়া দুষ্কর। জীবনচলার পথে কখনো সচেতনভাবে, কখনো অবচেতনে আমরা ভুল করে ফেলি। তবে সত্যিকার মানুষ ভুলে অটল থাকতে পারে না—বিবেক, দায়বদ্ধতা ও পরকালের ভয় তাকে অনুশোচনায় ভোগায় এবং সংশোধনের পথে ধাবিত করে।

গুনাহ—সবচেয়ে বড় ভুল>
আল্লাহর অবাধ্যতা ও রাসুল (সা.) এর সুন্নাত থেকে বিমুখ হওয়াকেই বলা হয় গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করেছেন—“তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। নিশ্চয়ই যারা গুনাহ করে, অচিরেই তাদেরকে তাদের কৃতকর্মের বদলা দেয়া হবে।” (সুরা আনআম, আয়াত: ১২০)

গুনাহের শাস্তি দুনিয়া ও আখেরাতে ভোগ করতে হয়। তবে তাওবা ও ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করে দেন—“আমি অবশ্যই ক্ষমাকারী তার জন্য, যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং হেদায়েত প্রাপ্ত হয়।” (সুরা ত্বাহা, আয়াত: ৮২)

আল্লাহর খুশি হওয়ার অন্যতম কারণ>
রাসুল (সা.) বলেন—“তোমাদের কেউ মরুভূমিতে হারানো উট ফিরে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তাঁর বান্দার তাওবাতে তার চেয়েও বেশি খুশি হন।” (বুখারি, হাদিস: ৬৭০৯)

প্রকৃত তাওবা মানে—পাপের জন্য অনুতপ্ত হওয়া, ভুল স্বীকার করে ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার, অন্যের হক ফিরিয়ে দেওয়া ও আল্লাহর আনুগত্যে ফিরে আসা।

ইসলামে তাওবার ছয় শর্ত>
চতুর্থ খলিফা আলী (রা.) বলেন, তাওবা হলো ছয়টি বিষয়ের সমষ্টি—নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, ছুটে যাওয়া ফরজ-ওয়াজিব ইবাদত পূরণ করা, অন্যের হক ফেরত দেওয়া, শারীরিক বা মৌখিক ক্ষতির জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে পাপ ত্যাগের দৃঢ় সংকল্প, আল্লাহর আনুগত্যে সমর্পণ।

গুনাহ থেকে মুক্তির গুরুত্ব>
আল্লাহ বলেন— “হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে তাওবা করো, যেন সফলকাম হতে পারো।” (সুরা আন-নূর, আয়াত: ৩১)

গুনাহ মানুষের জীবন সংকুচিত ও অশান্ত করে দেয়। রাসুল (সা.) বলেন—

“যে গুনাহ ত্যাগ করে তাওবা করলো, সে গুনাহহীন মানুষের মতো।” (ইবনু মাজাহ, হাদিস: ৪২৫০)

উপসংহার>
আমরা যদি যথার্থ তাওবা করে পাপ ত্যাগ করি, তাহলে দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ সম্ভব। অধিক তাওবা ও গুনাহমুক্ত জীবনই হোক আমাদের লক্ষ্য।