
সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ভুঁইয়ার মৃত্যুতে আজ (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম সকাল ১১টা থেকে শুরু হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, মরহুম অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ভুঁইয়ার জানাজা সম্পন্ন হওয়ার পর বিচারিক কার্যক্রম শুরু হবে।
এদিন আপিল বিভাগের কার্যক্রম সকাল ১১টা থেকে বিরতিহীনভাবে দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি এক নম্বর ক্রমিকে রয়েছে।