
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর নাম মোসাঃ পারভীন আক্তার (৪৭)। তিনি মৃত আলাল মিয়া ও মৃত মাফিয়ার কন্যা এবং আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকার বাসিন্দা।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
ডিবি সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের বিরুদ্ধে পূর্বে ২০১৪, ২০১৬, ২০২০ ও ২০২৪ সালে আশুলিয়া থানায় চারটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ইতোমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-১২২, তারিখ ২৯/০৯/২০২৫ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (ধারা-৩৬(১) সারণীর ১৯(ক)) এ মামলা রুজু করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।