ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক আজ দুপুরে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 69

সিইসি এএমএম নাসির উদ্দিন ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক বসবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। এর আগে রবিবার (৩১ আগস্ট) সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

ইসির কর্মকর্তারা জানান, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন। গত বৃহস্পতিবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে সড়ক অবরোধের কারণে তা বাতিল করা হয়েছিল। গত বছরের ৫ আগস্টের পর এটাই প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ দফা কর্মপরিকল্পনা প্রকাশ করেন। তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত।

সর্বাধিক পঠিত

নিউইয়র্কে ড. ইউনূসের স্যুটে বিশ্বনেতাদের সমাগম

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক আজ দুপুরে

আপডেট সময়: ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক বসবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। এর আগে রবিবার (৩১ আগস্ট) সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

ইসির কর্মকর্তারা জানান, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন। গত বৃহস্পতিবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে সড়ক অবরোধের কারণে তা বাতিল করা হয়েছিল। গত বছরের ৫ আগস্টের পর এটাই প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ দফা কর্মপরিকল্পনা প্রকাশ করেন। তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত।