
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। জনগণ যে ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট শাসন উৎখাত করেছে, তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না।
রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে চীন সফর শেষে দেশে ফিরে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান তিনি। সেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এসব কথা বলেন।
এ সময় এনসিপির মুখ্য সংগঠক আরও বলেন, “দেশের মানুষ এখন নতুন সংবিধান, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। এ পরিস্থিতিতে ফ্যাসিস্ট দোসরদের সহযোগিতা মানেই জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
সারজিস আলম নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে হামলাকারীদের বিচারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।