ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
বলিউড অভিনেত্রী ও মান্ডির সাংসদ কঙ্গনা রানাউতের দাবি বনাম প্রশাসনের বক্তব্যে বিভ্রান্ত নেটিজেনরা

কঙ্গনা রানাউতের স্ট্যাটাসে ধন্দ : মান্ডি ধস নিয়ে ভিন্ন বক্তব্য প্রশাসন বনাম সাংসদ

বলিউড অভিনেত্রী থেকে রাজনীতিবিদ—এবার মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত নিজের এলাকার দুর্ঘটনা নিয়ে আলোচনায়।

সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মান্ডির বনালার কাছে ধসের ঘটনায় বহু মানুষ ও যানবাহন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে।

কঙ্গনা লিখেছেন—“মান্ডিতে বড় দুর্ঘটনার খবরে খুবই বিধ্বস্ত লাগছে। ধসের পর ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ ও যানবাহন আটকে রয়েছে বলে আশঙ্কা করছি। বিধ্বস্ত পরিবারের সঙ্গে আমি আছি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে।”

অভিনেত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন।

তবে তার এই পোস্টের পরেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের চেয়ারম্যান ও ডেপুটি কমিশনার অপূর্ব দেবগণ সংবাদমাধ্যমকে জানান—
“মানুষ আটকে থাকার কোনো খবর নেই। ধ্বংসস্তূপের নিচে কেউ নেই। দয়া করে গুজব ছড়াবেন না।”

এই ভিন্ন বক্তব্যে সামাজিক মাধ্যমে ধন্দ তৈরি হয়েছে। অনেকে কঙ্গনার সমর্থনে থাকলেও, সমালোচকদের দাবি—রাজনীতির মাঠে এখনও কঙ্গনা অভ্যস্ত নন, তাই ভুল করছেন বারবার।

গত বছর মান্ডি থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেছিলেন কঙ্গনা রানাউত। তবে রাজনীতি শুরু করার পর থেকেই নানা আক্ষেপ প্রকাশ করেছেন তিনি—জনগণের নালা পরিষ্কার বা রাস্তার সমস্যার অভিযোগ শুনে বিরক্তি, রাজনীতি থেকে প্রত্যাশিত আর্থিক সুবিধা না পাওয়া—এসবই শেয়ার করেছেন অভিনেত্রী।

সর্বাধিক পঠিত

নিউইয়র্কে ড. ইউনূসের স্যুটে বিশ্বনেতাদের সমাগম

বলিউড অভিনেত্রী ও মান্ডির সাংসদ কঙ্গনা রানাউতের দাবি বনাম প্রশাসনের বক্তব্যে বিভ্রান্ত নেটিজেনরা

কঙ্গনা রানাউতের স্ট্যাটাসে ধন্দ : মান্ডি ধস নিয়ে ভিন্ন বক্তব্য প্রশাসন বনাম সাংসদ

আপডেট সময়: ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

বলিউড অভিনেত্রী থেকে রাজনীতিবিদ—এবার মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত নিজের এলাকার দুর্ঘটনা নিয়ে আলোচনায়।

সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মান্ডির বনালার কাছে ধসের ঘটনায় বহু মানুষ ও যানবাহন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে।

কঙ্গনা লিখেছেন—“মান্ডিতে বড় দুর্ঘটনার খবরে খুবই বিধ্বস্ত লাগছে। ধসের পর ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ ও যানবাহন আটকে রয়েছে বলে আশঙ্কা করছি। বিধ্বস্ত পরিবারের সঙ্গে আমি আছি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে।”

অভিনেত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন।

তবে তার এই পোস্টের পরেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের চেয়ারম্যান ও ডেপুটি কমিশনার অপূর্ব দেবগণ সংবাদমাধ্যমকে জানান—
“মানুষ আটকে থাকার কোনো খবর নেই। ধ্বংসস্তূপের নিচে কেউ নেই। দয়া করে গুজব ছড়াবেন না।”

এই ভিন্ন বক্তব্যে সামাজিক মাধ্যমে ধন্দ তৈরি হয়েছে। অনেকে কঙ্গনার সমর্থনে থাকলেও, সমালোচকদের দাবি—রাজনীতির মাঠে এখনও কঙ্গনা অভ্যস্ত নন, তাই ভুল করছেন বারবার।

গত বছর মান্ডি থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেছিলেন কঙ্গনা রানাউত। তবে রাজনীতি শুরু করার পর থেকেই নানা আক্ষেপ প্রকাশ করেছেন তিনি—জনগণের নালা পরিষ্কার বা রাস্তার সমস্যার অভিযোগ শুনে বিরক্তি, রাজনীতি থেকে প্রত্যাশিত আর্থিক সুবিধা না পাওয়া—এসবই শেয়ার করেছেন অভিনেত্রী।