ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ উট: মরুভূমির জাহাজ থেকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে কলকাতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশি ইলিশ, ক্রেতার ঝোঁক গুজরাট-মিয়ানমারের দিকে কটাক্ষের মুখে দীপিকা পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ
অন্তর্বর্তী সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে নানামুখী পদক্ষেপ নিয়েছে — কুয়ালালামপুরে ব্যবসায়িক ফোরামে প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। তবে নতুন বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে।”

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে। তরুণ ও সৃষ্টিশীল জনগোষ্ঠী, এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী তরুণদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বিনিয়োগকারীদের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ও শুল্ক-অশুল্ক বাধা অপসারণে সরকারের উদ্যোগ তুলে ধরেন।

এতে অংশ নেন আজিয়াটা গ্রুপের সিইও ও এমডি বিবেক সুদ, পেট্রোনাসের গ্রুপ সিইও তেংকু মুহাম্মদ তৌফিক, খাজানাহ ন্যাশনালের এমডি আমিরুল ফেইসাল ওয়ান জাহির, সাইম ডার্বি প্লান্টেশনস, কেএলকে, আইওআই করপোরেশন, এফজেভি, প্রোটন হোল্ডিংস এবং টপ গ্লাভ করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা।

ব্যবসায়িক সমাবেশের আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার থেকে তিন দিনের সফরে দেশটিতে অবস্থান করছেন। মঙ্গলবার সকালে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়।

সর্বাধিক পঠিত

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

অন্তর্বর্তী সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে নানামুখী পদক্ষেপ নিয়েছে — কুয়ালালামপুরে ব্যবসায়িক ফোরামে প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের

আপডেট সময়: ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। তবে নতুন বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে।”

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে। তরুণ ও সৃষ্টিশীল জনগোষ্ঠী, এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী তরুণদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বিনিয়োগকারীদের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ও শুল্ক-অশুল্ক বাধা অপসারণে সরকারের উদ্যোগ তুলে ধরেন।

এতে অংশ নেন আজিয়াটা গ্রুপের সিইও ও এমডি বিবেক সুদ, পেট্রোনাসের গ্রুপ সিইও তেংকু মুহাম্মদ তৌফিক, খাজানাহ ন্যাশনালের এমডি আমিরুল ফেইসাল ওয়ান জাহির, সাইম ডার্বি প্লান্টেশনস, কেএলকে, আইওআই করপোরেশন, এফজেভি, প্রোটন হোল্ডিংস এবং টপ গ্লাভ করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা।

ব্যবসায়িক সমাবেশের আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার থেকে তিন দিনের সফরে দেশটিতে অবস্থান করছেন। মঙ্গলবার সকালে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়।