
বলিউডের গ্ল্যামার কুইন কিয়ারা আদভানি জীবনের সবচেয়ে আনন্দের সময় কাটাচ্ছেন। গত ১৫ জুলাই স্বামী ও অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে ঘরে এনেছেন কন্যাসন্তান। মাতৃত্বের প্রথম দিনগুলোই যেন তার জন্য এক নতুন রূপকথা।
সম্প্রতি সামাজিকমাধ্যমে শেয়ার করা এক পোস্টে কিয়ারা লিখেছেন—
“আমি তোমার ডায়াপার বদলাচ্ছি, আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।”
ভক্তরা বুঝে নিয়েছেন, এটি তার ছোট্ট রাজকন্যাকে ঘিরেই লেখা।
মা হওয়ার পর ১ আগস্ট কিয়ারা উদযাপন করেছেন নিজের জন্মদিন। ৩৪ বছরে পা দিয়ে সেই আনন্দও ভাগ করেছেন অনুরাগীদের সঙ্গে—
“আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।”
২০২৩ সালে বিয়ের পর থেকেই সিদ্ধার্থ-কিয়ারা জুটি ছিলেন আলোচনায়। চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর দিয়ে তারা খুশির জোয়ার তুলেছিলেন ভক্তদের মনে। অন্তঃসত্ত্বা হওয়ার পর কিয়ারা বিরতি নিলেও, শিগগিরই ফিরছেন বড়পর্দায়।
আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ওয়ার টু’। স্পাই ইউনিভার্সের এই সিনেমায় কিয়ারার সঙ্গে থাকছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। হিন্দি, তামিল ও তেলেগু—তিন ভাষাতেই একসঙ্গে মুক্তি পাবে ছবিটি।