
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার, বৈধ সিট এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আগ্রহীদের তার প্যানেলে যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে উমামা ফাতেমা লেখেন, “সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-২০২৫ এর তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আমি উমামা ফাতেমা, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী। প্রথম বর্ষে থাকাকালীন বৈধ সিটের দাবিতে ‘বৈধ সিট আমার অধিকার’ প্ল্যাটফর্মটি গড়ে তুলি। এ অভিজ্ঞতায় আমি বুঝেছি, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধান বড় ধরনের পরিবর্তন ছাড়া সম্ভব নয় এবং সে পরিবর্তন আনতে পারে কেবল শিক্ষার্থীরাই।”
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ছাত্র সংসদে এমন নেতৃত্ব প্রয়োজন যারা কোনো পক্ষের প্রভাবমুক্ত থাকবে, শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে অটল থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে কেবল ‘নেতা তৈরির কারখানা’ বানাবে না। গুণগত মানসম্পন্ন শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ তৈরিতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র আরও বলেন, “যারা মনে করেন বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করা উচিত, হারানো গৌরব ফিরিয়ে আনা প্রয়োজন এবং রাজনৈতিক আধিপত্যবাদের প্রভাবমুক্ত একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা দরকার— তাদের সবাইকে আমাদের স্বতন্ত্র প্যানেলে যোগদানের আহ্বান জানাচ্ছি। প্রথম বর্ষ থেকে বৈধ সিট, মৌলিক অধিকার ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে যারা কাজ করতে চান, তারা কমেন্টে দেওয়া ফর্ম পূরণ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।” আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন।