
নিজস্ব প্রতিবেদক: সাভারে ৫শত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২১ এপ্রিল) এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। এরআগে, ২০ এপ্রিল রোববার দিবাগত রাত ১১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকার মৃত নারায়ন চন্দ্র দাশের ছেলে নির্মল চন্দ্র দাশ (৪৮), ও একই এলাকার মৃত অমৃত চন্দ্র দাশের ছেলে প্রবেশ চন্দ্র দাশ (৪০)। ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) মামুনুর রশিদ ও তার সংগীয় দল আধা কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।