সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশসন বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। ডিবির একটি সূত্র জানায়, সোমবার (২৭ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। ডা. এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে নানা মামলায় গ্রেফতার করা হয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে।