ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ উট: মরুভূমির জাহাজ থেকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে কলকাতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশি ইলিশ, ক্রেতার ঝোঁক গুজরাট-মিয়ানমারের দিকে কটাক্ষের মুখে দীপিকা পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ
অ্যাওয়ার্ড শোতে মানহীন আয়োজন, অচেনা মুখদের পুরস্কার — সমালোচনার ঝড় বইছে। সমালোচনায় যোগ দিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা।

শোবিজে ভুঁইফোড় অ্যাওয়ার্ড নিয়ে ক্ষোভ, খোলাখুলি প্রতিক্রিয়া দিলেন পূর্ণিমা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 49

শোবিজ অঙ্গনে এখন নাটক-সিনেমা নির্মাণের চেয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠান বেশি হচ্ছে। তবে এসব অনুষ্ঠানের মান ও গ্রহণযোগ্যতা নিয়ে উঠছে নানা প্রশ্ন ও সমালোচনা। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে মডেলদের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। শুধু মডেল নয়, এসব ‘ভুঁইফোড়’ অ্যাওয়ার্ড নিয়েও নিন্দার ঝড় বইছে ফেসবুকে।

চিত্রনায়ক ওমর সানীর পর এবার খোলাখুলি প্রতিক্রিয়া দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি বলেন—“আমাকেও অ্যাওয়ার্ড নিতে বলে। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবেন? তারা বলে- এমনি। এমনি আবার অ্যাওয়ার্ড কেন দেবেন? আমাকে উপস্থাপনা করতেও বলে। অথচ যাদের এসব অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদের নামই প্রথম শুনলাম। কাউকেই চিনলাম না। কী কারণে, কোন কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিছুই জানি না। এখানে ফেমাস কেউ নেই। তাই আমাকে ডাকলেই আমি যাই না।”

শুধু অ্যাওয়ার্ড ইস্যু নয়, অভিনয়ে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন পূর্ণিমা। তিনি জানান, ভালো গল্প ও চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ তার রয়েছে। তবে সেখানেও ‘সিন্ডিকেট’ থাকার অভিযোগ তুললেন এ তারকা।

পূর্ণিমার ভাষায়—“ওটিটিতে কাজের ইচ্ছা আছে। কিন্তু সেখানে বড় মাপের একটা সিন্ডিকেট আছে। বাইরে কাউকে নিতে চায় না। যারা তাদের সাথে সম্পর্কিত, শুধু তাদের নিয়েই বেশি কাজ হয়। আমি যদি প্রাপ্য সম্মান আর ভালো গল্প পাই, অবশ্যই কাজ করতে চাই।”

তিনি আরও জানান, ওটিটি প্ল্যাটফর্মের কিছু কাজ যেমন মহানগর, কারাগারগোলাম মামুন তার বেশ ভালো লেগেছে।

সর্বাধিক পঠিত

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

অ্যাওয়ার্ড শোতে মানহীন আয়োজন, অচেনা মুখদের পুরস্কার — সমালোচনার ঝড় বইছে। সমালোচনায় যোগ দিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা।

শোবিজে ভুঁইফোড় অ্যাওয়ার্ড নিয়ে ক্ষোভ, খোলাখুলি প্রতিক্রিয়া দিলেন পূর্ণিমা

আপডেট সময়: ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

শোবিজ অঙ্গনে এখন নাটক-সিনেমা নির্মাণের চেয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠান বেশি হচ্ছে। তবে এসব অনুষ্ঠানের মান ও গ্রহণযোগ্যতা নিয়ে উঠছে নানা প্রশ্ন ও সমালোচনা। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে মডেলদের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। শুধু মডেল নয়, এসব ‘ভুঁইফোড়’ অ্যাওয়ার্ড নিয়েও নিন্দার ঝড় বইছে ফেসবুকে।

চিত্রনায়ক ওমর সানীর পর এবার খোলাখুলি প্রতিক্রিয়া দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি বলেন—“আমাকেও অ্যাওয়ার্ড নিতে বলে। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবেন? তারা বলে- এমনি। এমনি আবার অ্যাওয়ার্ড কেন দেবেন? আমাকে উপস্থাপনা করতেও বলে। অথচ যাদের এসব অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদের নামই প্রথম শুনলাম। কাউকেই চিনলাম না। কী কারণে, কোন কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিছুই জানি না। এখানে ফেমাস কেউ নেই। তাই আমাকে ডাকলেই আমি যাই না।”

শুধু অ্যাওয়ার্ড ইস্যু নয়, অভিনয়ে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন পূর্ণিমা। তিনি জানান, ভালো গল্প ও চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ তার রয়েছে। তবে সেখানেও ‘সিন্ডিকেট’ থাকার অভিযোগ তুললেন এ তারকা।

পূর্ণিমার ভাষায়—“ওটিটিতে কাজের ইচ্ছা আছে। কিন্তু সেখানে বড় মাপের একটা সিন্ডিকেট আছে। বাইরে কাউকে নিতে চায় না। যারা তাদের সাথে সম্পর্কিত, শুধু তাদের নিয়েই বেশি কাজ হয়। আমি যদি প্রাপ্য সম্মান আর ভালো গল্প পাই, অবশ্যই কাজ করতে চাই।”

তিনি আরও জানান, ওটিটি প্ল্যাটফর্মের কিছু কাজ যেমন মহানগর, কারাগারগোলাম মামুন তার বেশ ভালো লেগেছে।