
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হবে কি না, সে বিষয়ে বর্তমানে কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, “আমরা এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছি। র্যাব বিলুপ্তির বিষয়ে চিন্তাভাবনা সরকারের বিষয়।”
সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিজি বলেন, “আমরা ব্যস্ত আছি কীভাবে অপরাধ দমন করব, কীভাবে সাধারণ মানুষকে নিরাপদে চলাফেরা করার সুযোগ দেব, যাতে তারা ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা বা অপহরণের শিকার না হয়। এসব অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তারের দিকেই আমাদের মনোযোগ।”
অপরাধ দমনে সাম্প্রতিক সাফল্য>
৫ আগস্টের পর থেকে র্যাবের অভিযানের কথা উল্লেখ করে তিনি জানান—মিটফোর্ডের ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেপ্তার, গাজীপুরের সাংবাদিক হত্যা মামলায় আটজন আসামি গ্রেপ্তার, আট টুকরো লাশের ক্লুলেস হত্যা মামলার দ্রুত উদঘাটন ও তিন আসামি গ্রেপ্তার, কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে বিপুল ইয়াবা ও অস্ত্র উদ্ধার।
নির্বাচন ঘিরে প্রস্তুতি>
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডিজি বলেন, “সরকার বা নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, র্যাব তা পালনে প্রস্তুত। দিন দিন পরিবেশ ভালো হচ্ছে, এবং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সক্ষম হব।”
৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে বাকি অস্ত্র উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে।”
পলিথিনবিরোধী অভিযানে র্যাবের অংশগ্রহণ>
পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে র্যাব সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলেও জানান মহাপরিচালক। তিনি বলেন, “পরিবেশের ক্ষতি শুধু মানুষ নয়, প্রাণীজগতকেও বিপদের মুখে ফেলে। তাই আমরা পলিথিন তৈরির কারখানা খুঁজে বন্ধ করব এবং খুচরা পর্যায়ে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করব।” তিনি আরও বলেন, “মানুষ সচেতন হলে নিজেরাই পলিথিন ব্যবহার বন্ধ করবে, আর সেটাই হবে বড় সাফল্য