
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মাঝে মধ্যেই নানান বিতর্কে জড়িয়ে পড়েন। একাধিক কারণে তাকে প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়। বিশেষ করে মেকআপ ছাড়া ছবি বা ভিডিও পোস্ট করলেই সমালোচনায় পড়েন এই তারকা।
সম্প্রতি ছেলে ঈশানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরাত। ভিডিওতে মা-ছেলের দুষ্টুমি নজরে আসে ভক্তদের। তবে অভিনেত্রীকে মেকআপ ছাড়া দেখে নেটিজেনদের একাংশ ফের তীব্র কটাক্ষ করেন।
ভিডিওতে দেখা গেছে, সদ্য ঘুম থেকে ওঠা নুসরাতকে কালো ফ্রেমের চশমা, অগোছালো চুল আর সাদা টি-শার্টে। এ সময় ঈশান খেলনা গাড়ি চালাচ্ছিলেন মায়ের মাথা ও মুখের ওপর দিয়ে। নুসরাত হেসেই বলেন— “আমার ওপর দিয়ে কেন গাড়ি চালাচ্ছো?” কিন্তু ছেলের খেলায় কোনো প্রভাব পড়ে না।
ভিডিওটি প্রকাশ হতেই নানান কটাক্ষ ছুড়ে দেন নেটিজেনরা। কেউ বলেন— “করণ জোহারের ফিমেল ভার্সন”, কেউ কটাক্ষ করেন সার্জারি নিয়ে। আরেকজন লেখেন— “রাজকুমারি কোকো ভার্সন, চেহারা কী করছে রে!”
একটি সূত্র জানিয়েছে, নুসরাত ঠোঁট পাতলা থেকে মোটা করেছেন সার্জারির মাধ্যমে। আর এ কারণেই তাকে প্রায়ই ট্রলের মুখে পড়তে হয়। এর আগেও ঠোঁট নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।
এদিকে, কাজের দিক থেকে শিগগিরই বড়পর্দায় ফিরছেন নুসরাত। ‘রক্তবীজ ২’ সিনেমায় আইটেম গানে দেখা যাবে তাকে। এরই মধ্যে তার গান “অর্ডার ছাড়া বর্ডার ক্রস করা যাবে না” ভাইরাল হয়েছে।