
অন্তবর্তীকালীন সরকার দ্রুত দেশে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষের আশা আখাঙ্কা পূরণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়, বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমম বলেন, স্বৈরাচার আওয়ামী লীগকে দেশের মাটিতে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না। ৩০ মে শুক্রবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক পৃথক স্থানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি এ্যাড. মোঃ মেহেদী হাসান,বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ০৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন, এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মোঃ শরীফুল ইসলাম, যুবনেতা রকিব হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়নের বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন, তেঁতুলঝোড়া ইউনিয়নের বিএনপির হাজী মোঃ আব্দুল আজিজ সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
