
বিশ্ববিখ্যাত ব্রিটিশ-আলবেনীয় পপ তারকা দুয়া লিপা নিজের ম্যানেজারকে বরখাস্ত করেছেন। অভিযোগ—গাজায় ইসরাইলের গণহত্যামূলক হামলায় পরোক্ষ সমর্থন দিয়েছেন তিনি।
সোমবার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এর বরাত দিয়ে এই খবর জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি এবং কাতারভিত্তিক আল জাজিরা।
দুয়া লিপার ইহুদি ধর্মাবলম্বী ম্যানেজার ডেভিড লেভি সম্প্রতি গ্ল্যাস্টনবারি ফেস্টিভালের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে পাঠানো এক খোলা চিঠিতে সই করেন। চিঠিতে ফিলিস্তিনপন্থি আইরিশ ব্যান্ড নিক্যাপ-কে উৎসব থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
ওই চিঠিতে সংগীতাঙ্গনের একাধিক কর্মী সই করলেও সবার ওপরে ছিল লেভির নাম। এটি জনসম্মুখে আসার পর শিল্পীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত নিক্যাপ নিরবিচ্ছিন্নভাবে উৎসবে গান পরিবেশন করে।
ডেইলি মেইলের এক সূত্র জানায়, দুয়া লিপা মনেপ্রাণে ফিলিস্তিনপন্থি। তার বিশ্বাস ও ম্যানেজারের দৃষ্টিভঙ্গির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। মূলত এ কারণেই চাকরি হারিয়েছেন ডেভিড লেভি।
সূত্র আরও জানায়, দুয়া মনে করেন লেভির সই করা চিঠি গাজায় ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ নিপীড়নের প্রতি সমর্থনের প্রতীক।
নিক্যাপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসকে সমর্থন করে। তবে ব্যান্ডটি এ অভিযোগ অস্বীকার করেছে। দলের সদস্য মো শারা বর্তমানে যুক্তরাজ্যে সন্ত্রাসবাদের অভিযোগে মামলার মুখোমুখি।
সম্প্রতি দুয়া লিপা বারবার প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার ইসরাইলপন্থি ম্যানেজারকে বরখাস্ত করা তার অবস্থানকে আরও স্পষ্ট করল।