
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। বিষয়টি এক ভিডিও বার্তায় নিজেই নিশ্চিত করেছেন তিনি।
ভিডিও বার্তায় হানিয়া আমির বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে থাকছে ছোট্ট একটা সারপ্রাইজ।”
শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ ও ভারতেও সমান জনপ্রিয় হানিয়া আমির। তার স্টাইল ও অভিনয় ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।
২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি খ্যাতি পান। সম্প্রতি বলিউডের ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে ভারতে অভিষেক ঘটেছে এ অভিনেত্রীর।
রোমান্টিক থেকে কমেডি কিংবা গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রে দারুণ সাফল্য পেয়েছেন হানিয়া। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া আমির। ধারাবাহিকের প্রতি পর্বে তিনি নেন প্রায় চার লাখ রুপি। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। মাত্র ২৮ বছর বয়সেই ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি। বাংলাদেশে তার আগমন ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।