
আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এতে ভ্যাপসা গরম কিছুটা কমেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবারও পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। তবে আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়বে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন,
“বৃষ্টি কিছুটা বেড়েছে, এতে গরমের অনুভূতিও কমেছে। আগামী সোমবার থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি ও তীব্রতা আরেকটু বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি হতে পারে। এর মধ্যে রংপুরেই বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকবে।”
তবে সম্ভাব্য লঘুচাপটি সাগরে খুব অল্প সময়ের জন্য থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৪২ মিলিমিটার, নওগাঁর বদলগাছীতে ৪২ মিলিমিটার এবং ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে,
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।