ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ উট: মরুভূমির জাহাজ থেকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে কলকাতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশি ইলিশ, ক্রেতার ঝোঁক গুজরাট-মিয়ানমারের দিকে কটাক্ষের মুখে দীপিকা পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে টানা ১০ দিনের ভারি বর্ষণের পূর্বাভাস

মৌসুমী বায়ু সক্রিয়, খুলনা–বরিশাল–চট্টগ্রামে অতি ভারি বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১০ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

শুক্রবার (২২ আগস্ট, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৩ আগস্ট, সকাল ৯টা থেকে): রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার (২৪ আগস্ট, সকাল ৯টা থেকে): রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

সোমবার (২৫ আগস্ট, সকাল ৯টা থেকে): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (২৬ আগস্ট, সকাল ৯টা থেকে): ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টি। রংপুর, রাজশাহী ও সিলেটের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত। দেশের কোথাও কোথাও মাঝারি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পূর্বাভাস> আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এর ফলে জলাবদ্ধতা, নদীভাঙন এবং নদীর পানি বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

গুরুত্বপূর্ণ সতর্কতা> নদনদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলীয় অঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলে জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়তে পারে। কৃষকদের ফসল সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সর্বাধিক পঠিত

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে টানা ১০ দিনের ভারি বর্ষণের পূর্বাভাস

আপডেট সময়: ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

মৌসুমী বায়ু সক্রিয়, খুলনা–বরিশাল–চট্টগ্রামে অতি ভারি বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১০ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

শুক্রবার (২২ আগস্ট, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৩ আগস্ট, সকাল ৯টা থেকে): রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার (২৪ আগস্ট, সকাল ৯টা থেকে): রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

সোমবার (২৫ আগস্ট, সকাল ৯টা থেকে): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (২৬ আগস্ট, সকাল ৯টা থেকে): ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টি। রংপুর, রাজশাহী ও সিলেটের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত। দেশের কোথাও কোথাও মাঝারি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পূর্বাভাস> আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এর ফলে জলাবদ্ধতা, নদীভাঙন এবং নদীর পানি বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

গুরুত্বপূর্ণ সতর্কতা> নদনদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলীয় অঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলে জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়তে পারে। কৃষকদের ফসল সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।