
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম। নির্বাচনে তিনি পেয়েছেন ৫,২৮৩ ভোট, যা তাকে দ্বিতীয় স্থানে রেখেছে।
তবে নির্বাচনের পরও ভোটের দিনের একটি ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। সেদিন ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান হামিম। ঘটনাটির ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানামুখী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার রাতে ‘ফেস দ্য পিপল’ নামের একটি ইউটিউব চ্যানেলে শিক্ষক মোনামি ও হামিম মুখোমুখি হয়ে এ নিয়ে কথা বলেন। আলোচনায় হামিম নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, “ম্যাম তখন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমি তার সঙ্গে প্রশাসক হিসেবে কথা বলেছি, শিক্ষক হিসেবে নয়। তবুও তিনি আমার শিক্ষক। আমি ছাত্র হিসেবে তখন উত্তেজিত হয়ে এভাবে কথা বলাটা উচিৎ হয়নি। এজন্য আমি সবসময় দুঃখবোধ করি।”
হামিম আরও জানান, ভোটের দিন সকাল থেকে নানা অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। তবে শেহরীন আমিন মোনামির বিরুদ্ধে আলাদা করে কোনো পক্ষপাতমূলক অভিযোগ ছিল না।সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক মোনামিকে নিয়ে বিভিন্ন কটূক্তি ও ‘শিবির’ ট্যাগ দেওয়ার বিষয়েও কঠোর অবস্থান নেন হামিম। তিনি বলেন, “ম্যাম আপনাকে নিয়ে যারা আজেবাজে কথা লিখেছে তাদের যদি সাংগঠনিক পরিচয় থাকে—এমন প্রমাণ পাওয়া যায়, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”