
বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের আলোচিত নাম তানজুমা আফরোজ আঁখি। ব্যতিক্রমী ফ্যাশন সেন্স, সাহসী পোশাক ও ভিন্নধর্মী ফ্যাশন স্টেটমেন্টের কারণে প্রায়ই সমালোচনা-আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন এই মডেল। ১৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের বিলাসবহুল হোটেল ‘দ্য ওয়েস্টিন’-এ অনুষ্ঠিত এক ঝকঝকে অ্যাওয়ার্ড শো’তে স্বামীর সঙ্গে হাজির হয়েছিলেন আঁখি। এদিন তিনি একটি পুরস্কারও জয় করেন। তবে অনুষ্ঠানে তার খোলামেলা পোশাকই মূলত আলোচনার জন্ম দেয়।
আঁখির পোশাকের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। একজন মন্তব্য করেছেন— “আচ্ছা ভাই, পোশাক কি আর এই দুনিয়ায় ছিল না?” অন্য এক ব্যবহারকারী লিখেছেন— “ঠিক কোন মহৎ কাজের জন্য এদের অ্যাওয়ার্ড দেওয়া হয় বুঝি না বাপু!” আবার কেউ কেউ কটাক্ষ করে বলেছেন— “অনেক সুন্দর লাগছে বস্তির রানীকে।” এর আগেও সাহসী ফ্যাশন স্টেটমেন্টের কারণে আলোচনায় এসেছেন আঁখি। জিভে পিয়ার্সিং নিয়ে এক অনুষ্ঠানে হাজির হলে তা নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
মডেল আঁখির সাম্প্রতিক উপস্থিতি ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে— একজন তারকা কী পরবেন, তা কি সম্পূর্ণ তার ব্যক্তিস্বাধীনতার অংশ? নাকি জনসম্মুখে উপস্থিত হওয়ার সময় সমাজ-সংস্কৃতির প্রতি দায়বদ্ধতাও বিবেচনায় রাখা উচিত? এ বিষয়টি নিয়ে মতবিরোধ থাকলেও আঁখির নাম আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছে নিশ্চিতভাবেই।