ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ উট: মরুভূমির জাহাজ থেকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে কলকাতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশি ইলিশ, ক্রেতার ঝোঁক গুজরাট-মিয়ানমারের দিকে কটাক্ষের মুখে দীপিকা পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ
বলিউডে পা রাখার প্রথম দিকেই কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী কাজল। প্রথম ছবিতেই সহঅভিনেতাকে চড় মারার দৃশ্য শুট করতে গিয়ে ভেঙে পড়েছিলেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে চড় মেরে হাউমাউ করে কেঁদেছিলেন কাজল!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 69

বলিউডের জনপ্রিয় নায়িকা কাজলের রগচটা ও ঠোঁটকাটা স্বভাবের কথা অনেকেই জানেন। গুঞ্জন আছে, শুটিং ফ্লোরে অনেক সময়ই রেগে যেতেন তিনি, তটস্থ হয়ে থাকতেন সহশিল্পীরাও। তবে ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে কিন্তু কাজল ছিলেন একেবারেই ভিন্ন রকম।

সময়টা নব্বইয়ের দশক। তনুজা কন্যা কাজল তখন বলিউডে নতুন। প্রথম সিনেমা *‘বেখুদি’*তে তার বিপরীতে নায়ক ছিলেন কামাল সাদানাহ। সেই সিনেমার একটি দৃশ্যে কামালকে চড় মারতে হতো কাজলের। কিন্তু ক্যামেরা অন হতেই তিনি বারবার পিছিয়ে যাচ্ছিলেন, কিছুতেই চড় মারতে পারছিলেন না। ফলে দিতে হচ্ছিল একের পর এক রিটেক।

অবশেষে বিরক্ত হয়ে পরিচালক কাজলকে বলেই দিলেন, ‘তোমার দ্বারা হবে না।’ আর তাতেই জেদ চেপে যায় কাজলের। রাগ সামলাতে না পেরে সহঅভিনেতা কামালের গালে জোরে চড় মারেন তিনি।

এক সাক্ষাৎকারে কাজল সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “কামাল খুব ভদ্র ছেলে, শান্ত স্বভাবের। ওকে মারতে আমার একেবারেই ভালো লাগছিল না। তাই হোটেল রুমে ফিরে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। পরে কামালই আমাকে বোঝায় যে, এটা শুধুই অভিনয়। কিন্তু ওর সেই কথাতেও আমার আরও কান্না পেয়েছিল।”

সর্বাধিক পঠিত

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

বলিউডে পা রাখার প্রথম দিকেই কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী কাজল। প্রথম ছবিতেই সহঅভিনেতাকে চড় মারার দৃশ্য শুট করতে গিয়ে ভেঙে পড়েছিলেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে চড় মেরে হাউমাউ করে কেঁদেছিলেন কাজল!

আপডেট সময়: ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বলিউডের জনপ্রিয় নায়িকা কাজলের রগচটা ও ঠোঁটকাটা স্বভাবের কথা অনেকেই জানেন। গুঞ্জন আছে, শুটিং ফ্লোরে অনেক সময়ই রেগে যেতেন তিনি, তটস্থ হয়ে থাকতেন সহশিল্পীরাও। তবে ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে কিন্তু কাজল ছিলেন একেবারেই ভিন্ন রকম।

সময়টা নব্বইয়ের দশক। তনুজা কন্যা কাজল তখন বলিউডে নতুন। প্রথম সিনেমা *‘বেখুদি’*তে তার বিপরীতে নায়ক ছিলেন কামাল সাদানাহ। সেই সিনেমার একটি দৃশ্যে কামালকে চড় মারতে হতো কাজলের। কিন্তু ক্যামেরা অন হতেই তিনি বারবার পিছিয়ে যাচ্ছিলেন, কিছুতেই চড় মারতে পারছিলেন না। ফলে দিতে হচ্ছিল একের পর এক রিটেক।

অবশেষে বিরক্ত হয়ে পরিচালক কাজলকে বলেই দিলেন, ‘তোমার দ্বারা হবে না।’ আর তাতেই জেদ চেপে যায় কাজলের। রাগ সামলাতে না পেরে সহঅভিনেতা কামালের গালে জোরে চড় মারেন তিনি।

এক সাক্ষাৎকারে কাজল সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “কামাল খুব ভদ্র ছেলে, শান্ত স্বভাবের। ওকে মারতে আমার একেবারেই ভালো লাগছিল না। তাই হোটেল রুমে ফিরে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। পরে কামালই আমাকে বোঝায় যে, এটা শুধুই অভিনয়। কিন্তু ওর সেই কথাতেও আমার আরও কান্না পেয়েছিল।”