
বলিউডের জনপ্রিয় নায়িকা কাজলের রগচটা ও ঠোঁটকাটা স্বভাবের কথা অনেকেই জানেন। গুঞ্জন আছে, শুটিং ফ্লোরে অনেক সময়ই রেগে যেতেন তিনি, তটস্থ হয়ে থাকতেন সহশিল্পীরাও। তবে ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে কিন্তু কাজল ছিলেন একেবারেই ভিন্ন রকম।
সময়টা নব্বইয়ের দশক। তনুজা কন্যা কাজল তখন বলিউডে নতুন। প্রথম সিনেমা *‘বেখুদি’*তে তার বিপরীতে নায়ক ছিলেন কামাল সাদানাহ। সেই সিনেমার একটি দৃশ্যে কামালকে চড় মারতে হতো কাজলের। কিন্তু ক্যামেরা অন হতেই তিনি বারবার পিছিয়ে যাচ্ছিলেন, কিছুতেই চড় মারতে পারছিলেন না। ফলে দিতে হচ্ছিল একের পর এক রিটেক।
অবশেষে বিরক্ত হয়ে পরিচালক কাজলকে বলেই দিলেন, ‘তোমার দ্বারা হবে না।’ আর তাতেই জেদ চেপে যায় কাজলের। রাগ সামলাতে না পেরে সহঅভিনেতা কামালের গালে জোরে চড় মারেন তিনি।
এক সাক্ষাৎকারে কাজল সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “কামাল খুব ভদ্র ছেলে, শান্ত স্বভাবের। ওকে মারতে আমার একেবারেই ভালো লাগছিল না। তাই হোটেল রুমে ফিরে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। পরে কামালই আমাকে বোঝায় যে, এটা শুধুই অভিনয়। কিন্তু ওর সেই কথাতেও আমার আরও কান্না পেয়েছিল।”