
ক্যারিয়ারের ২৫ বছরে এক অনন্য উচ্চতায় মেধাবী অভিনেত্রী
বলিউডের অন্যতম মেধাবী ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। নিজের মেধাশক্তি ও অভিনয় গুণে ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বেবো খ্যাত এই তারকা।
আজ এই লাস্যময়ী অভিনেত্রীর জন্মদিন। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন তিনি। পরিবার থেকে আদর করে তাকে ডাকা হতো ‘বেবো’ নামে।
📽️ ক্যারিয়ারজুড়ে সাফল্যের গল্প
বলিউডে পা রাখেন নব্বইয়ের শেষের দিকে। এরই মধ্যে কেটে গেছে ২৫টি দীর্ঘ বছর। এ সময়ের মধ্যে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। যেমন – জব উই মেট, কখনো খুশি কখনো গম, ৩ ইডিয়টস, তলাশ, বডিগার্ড, বাজরঙ্গি ভাইজানসহ অসংখ্য জনপ্রিয় ছবি।
অভিনয়ের জন্য পেয়েছেন সমালোচকদের প্রশংসা ও একাধিক জাতীয়-আন্তর্জাতিক পুরস্কারও।
👨👩👧 পরিবার ও ব্যক্তিগত জীবন
কারিনা কাপুর ভারতের চলচ্চিত্রের কিংবদন্তি পরিবার কাপুর পরিবারের সদস্য।
পিতা: অভিনেতা রণধীর কাপুর
মাতা: অভিনেত্রী ববিতা শিবদাসানি
বড় বোন: অভিনেত্রী কারিশমা কাপুর
দাদা: অভিনেতা শাম্মী কাপুর ও শশী কাপুর
পিতামহ: কিংবদন্তি নির্মাতা রাজ কাপুর
প্র-পিতামহ: অভিনেতা পৃথ্বীরাজ কাপুর
অন্যদিকে মাতামহ ছিলেন অভিনেতা হরি শিবদাসানি। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন অভিনেতা ঋষি কাপুর, রাজীব কাপুর, নীতু সিং, রণবীর কাপুর, আরমান জৈন, আদর জৈন ও উদ্যোক্তা রিতু নন্দাসহ অনেকেই।
ব্যক্তিগত জীবনে কারিনা বিয়ে করেছেন বলিউডের ছোট নবাব খ্যাত অভিনেতা সাইফ আলি খানকে। সাইফের দ্বিতীয় স্ত্রী তিনি। দুই সন্তানের জননী হয়েও দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন ক্যারিয়ার ও পরিবার।
✨ এক সফল যাত্রা
অভিনয়জীবন, পরিবার, জনপ্রিয়তা এবং ব্যক্তিত্ব – সব মিলিয়ে কারিনা কাপুর খান নিজেকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আজ তার জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই বলিউড ডিভা।