
ঢাকা: সরকার রাষ্ট্রীয় পর্যায়ে এক লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৫১৫ কোটি ৯ লাখ ৪৮ হাজার ৭৪০ টাকা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে— সৌদি আরব (মা’আদেন): ৪০ হাজার টন ডিএপি সার আমদানি হবে। প্রতি টন ৭৯৫ ডলার দরে মোট ব্যয় হবে ৩৮৯ কোটি ৮৬ লাখ টাকা।
রাশিয়া (প্রডিনটর্গ): ৩৫ হাজার টন এমওপি সার আমদানি হবে। প্রতি টন ৩৬১ ডলার দরে ব্যয় হবে ১৫৪ কোটি ৯০ লাখ টাকা।
মরক্কো (ওসিপি নিউট্রিক্রপস): ৩০ হাজার টন টিএসপি সার আসবে। প্রতি টন ৫৮৫ ডলার দরে মোট ব্যয় হবে ২১৫ কোটি ২৮ লাখ টাকা।
চীন (বেনিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড): ৪০ হাজার টন ডিএপি সার আমদানি হবে। প্রতি টন ৭৯৩.৭৫ ডলার দরে ব্যয় হবে ৩৮৯ কোটি ২৫ লাখ টাকা।
কাফকো (বাংলাদেশ): ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। প্রতি টন ৪৭৪ ডলার দরে ব্যয় হবে ১৭৪ কোটি ৩৩ লাখ টাকা।
শিল্প মন্ত্রণালয়: ডিএপি ফার্টিলাইজার কোম্পানির জন্য ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড কেনা হবে। ব্যয় হবে ১৯১ কোটি ৪৪ লাখ টাকা।
এই অনুমোদনের মাধ্যমে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবিত সার আমদানি কার্যক্রম চূড়ান্ত হলো।