
আশুলিয়ার জামগড়া, ভাদাইল ও রূপায়ন এলাকায় দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ এবং গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হলেও তারা এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে ছিল।
গত কয়েকদিন ধরে মারধর, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও মাদক ব্যবসার মতো ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে। এ সংক্রান্ত তথ্য জামগড়া আর্মি ক্যাম্পের নজরে এলে বিশেষ অভিযান চালানো হয়। ২৯ সেপ্টেম্বর সোমবার আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল ও বটতলা রূপায়ন এলাকায় পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২০), কুখ্যাত মাদক ব্যবসায়ী সোনা মিয়া (৪৫) সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধ অস্ত্র ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং কার্যক্রমে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ইয়ার হোসেন (২০) – কিশোর গ্যাং লিডার, ছিনতাইকারী, রূপায়ন এলাকা, সোনা মিয়া (৪৫) – মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, জামগড়া, আশরাফুল (১৮) – কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া, বড় বাবু (১৯) – কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া, ছোট বাবু (১৭) – কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া, আকাশ (১৮) – কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।
উদ্ধারকৃত সরঞ্জাম
দেশীয় অস্ত্র: ১৬টি, কাঁচি ও ধারালো অস্ত্র: ৫টি, গাঁজা: ৫ পট, অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ফোন: ৮টি, মোবাইল সিম: ৪৮টি, অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা সন্ত্রাসী ইয়ার হোসেন ও তার সহযোগীদের গ্রেপ্তারের ঘটনায় জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরে এসেছে।