
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে কাবুলে পাঠানো হয়েছে ১১ হাজার ২২৭ টন মানবিক সহায়তা সামগ্রী।
সহায়তার মধ্যে ছিল প্রয়োজনীয় সংখ্যক তাবু, কম্বল, শীতের কাপড়, বিশুদ্ধ পানি, শুষ্ক খাবার ও ওষুধপত্র।
বিমানটি কাবুলে পৌঁছালে আফগানিস্তানের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের পাঠানো এই ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। এটি বাংলাদেশের পক্ষ থেকে আফগান জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ এবং আন্তর্জাতিক মানবিক দায়িত্ব পালনের একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ত্রাণ হস্তান্তরের পর বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানটি সফলভাবে বাংলাদেশে ফিরে আসে।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬.০ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২,২০৫ জন নিহত, ৩,৬৪০ জন আহত এবং ৮,০০০ এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এতে খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসার সংকটে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।