
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।
মানববন্ধনে শার্শা, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন। বক্তারা মিথ্যা মামলায় সাংবাদিক মনি’র গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেন। একইসঙ্গে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ দাবি করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে লেখালেখির কারণে তাকে ষড়যন্ত্রমূলকভাবে একটি সাজানো মামলায় জড়ানো হয়েছে। কোন তদন্ত ছাড়াই পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে, যা সাংবাদিক সমাজের ওপর আঘাত।
সভায় উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, বাগআঁচড়া প্রেসক্লাব, ঝিকরগাছা প্রেসক্লাব, বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে একটি কুচক্রী মহল মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করে। পরে পুলিশ কোন তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।