
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার। কয়েক সপ্তাহ আগে অর্থ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর এবার নতুন ধাক্কা খেলেন তারা। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নিজেদের বহু পুরনো ও জনপ্রিয় রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি।
এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই জানিয়েছেন শিল্পা শেঠি।
তিনি লিখেছেন, “এই বৃহস্পতিবার একটা যুগের সমাপ্তি হবে। আমরা মুম্বাইয়ের সবচেয়ে আইকনিক রেস্তোরাঁ ‘বাস্তিয়ান বান্দ্রা’কে বিদায় জানাব। অসংখ্য স্মৃতি ও মুহূর্তের সাক্ষী এই জায়গা এবার চিরবিদায় নেবে। তবে শেষবারের মতো আমরা একটি বিশেষ সন্ধ্যার আয়োজন করেছি, যেখানে রেস্তোরাঁটির সঙ্গে জড়িত সবাই এবং প্রিয় পৃষ্ঠপোষকদের সঙ্গে ভালো সময় কাটাতে চাই।”
শিল্পা-রাজের এই সিদ্ধান্তে অনেক ভক্তই বিস্মিত। কারণ ‘বাস্তিয়ান বান্দ্রা’ মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ হিসেবে পরিচিত ছিল এবং শহরের রাতের আড্ডার প্রাণকেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছিল অনেক আগেই।
বিতর্কে জর্জরিত দম্পতি>
শিল্পা ও রাজ কুন্দ্রার নাম এর আগেও একাধিকবার বিতর্কের কারণে শিরোনামে এসেছে। সম্প্রতি মুম্বাইয়ের এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাদের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে তিনি প্রায় ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু সেই অর্থ আত্মসাৎ করেছেন শিল্পা-রাজ। এ নিয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।
শুধু তাই নয়, রাজ কুন্দ্রার বিরুদ্ধে এর আগেও নীলছবির ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে। সেই সময়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল শিল্পা শেঠিকে।
সব মিলিয়ে চরম আর্থিক ও আইনি জটিলতার মধ্যে রয়েছেন বলিউডের এই তারকা দম্পতি। আর তারই প্রভাব এবার পড়ল তাদের ব্যবসায়িক সাম্রাজ্যে।