
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে এক মজার তথ্য শেয়ার করেছেন। ভক্তদের মাঝে নতুন কৌতূহলের জন্ম দেওয়া এই তথ্য তিনি অকপটে জানিয়েছেন একটি জনপ্রিয় সিরিজে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলাপকালে।
ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, বিদেশ ভ্রমণের সময় তিনি প্রায়ই অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান। বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে ওয়েটাররা তাকে ফোন নম্বর দিতেন বা অতিরিক্ত খাবার পরিবেশন করতেন। এমন অস্বস্তিকর মুহূর্ত থেকে রক্ষা পেতে তিনি কৌশলে নিজেকে ‘বিবাহিত’ বলে পরিচয় দেন।
এমনকি একবার তিনি তার ঘনিষ্ঠ বন্ধু এবং ইন্টারনেট সেনসেশন ওরহান অবাত্রামণি (জনপ্রিয় নাম ‘ওরি’)-কে নিজের স্বামী হিসেবেও পরিচয় করিয়ে দিয়েছিলেন।
উল্লেখ্য, জাহ্নবী ও ওরিকে প্রায়ই একসঙ্গে পার্টি, রেস্টুরেন্ট বা ছুটিতে দেখা যায়। যদিও তাদের মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, দুজনেই বিষয়টি সবসময় হাস্যরসের মধ্যেই সীমাবদ্ধ রাখেন।