ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন জানালেন, বিয়ে করতে চান তবে শর্ত মানতে হবে হবু পাত্রকে।

বিয়ের পাত্র খুঁজছেন সুস্মিতা সেন, জানালেন এক শর্ত!

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও অনুরাগীদের আলোচনায় তিনি এখনও সমান প্রাসঙ্গিক। বয়স পঞ্চাশ পেরিয়েও অবিবাহিত এই অভিনেত্রীর জীবনে একাধিক প্রেম এসেছে, তবে এবার বিয়ের ইঙ্গিত দিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেন,
“আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবো, সেদিন বিয়ে করব।”

অভিনেত্রীর আরও যোগ, “শুনতে আজব লাগলেও আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।”

প্রেমের বিষয়ে বরাবরই খোলামেলা সুস্মিতা সেন। এর আগে অভিনেতা রণদীপ হুডা, রেস্তোরাঁ ব্যবসায়ী হৃতিক ভাসিন এবং মডেল রহমান শলের সঙ্গে তার নাম জড়িয়েছে। বর্তমানে রহমান শলের সঙ্গেই লিভ-ইন সম্পর্কে রয়েছেন তিনি।

সুস্মিতা সেনকে সবশেষ দেখা গেছে রাম মাধবানি পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘আরিয়া: অন্তিম বার’-এ। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইলা অরুণ, সিকান্দর খের, ইন্দ্রনীল সেনগুপ্তসহ আরও অনেকে।

সর্বাধিক পঠিত

নিউইয়র্কে ড. ইউনূসের স্যুটে বিশ্বনেতাদের সমাগম

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন জানালেন, বিয়ে করতে চান তবে শর্ত মানতে হবে হবু পাত্রকে।

বিয়ের পাত্র খুঁজছেন সুস্মিতা সেন, জানালেন এক শর্ত!

আপডেট সময়: ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও অনুরাগীদের আলোচনায় তিনি এখনও সমান প্রাসঙ্গিক। বয়স পঞ্চাশ পেরিয়েও অবিবাহিত এই অভিনেত্রীর জীবনে একাধিক প্রেম এসেছে, তবে এবার বিয়ের ইঙ্গিত দিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেন,
“আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবো, সেদিন বিয়ে করব।”

অভিনেত্রীর আরও যোগ, “শুনতে আজব লাগলেও আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।”

প্রেমের বিষয়ে বরাবরই খোলামেলা সুস্মিতা সেন। এর আগে অভিনেতা রণদীপ হুডা, রেস্তোরাঁ ব্যবসায়ী হৃতিক ভাসিন এবং মডেল রহমান শলের সঙ্গে তার নাম জড়িয়েছে। বর্তমানে রহমান শলের সঙ্গেই লিভ-ইন সম্পর্কে রয়েছেন তিনি।

সুস্মিতা সেনকে সবশেষ দেখা গেছে রাম মাধবানি পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘আরিয়া: অন্তিম বার’-এ। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইলা অরুণ, সিকান্দর খের, ইন্দ্রনীল সেনগুপ্তসহ আরও অনেকে।