
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন একসময় পর্নো তারকা হিসাবে পরিচিত ছিলেন। তবে সময়ের সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন এবং এখন সফল অভিনেত্রী ও মা। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে হাজির হয়ে সানি লিওন নিজের মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। তার সঙ্গে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো।

অভিনেত্রী জানান, প্রথম কন্যাসন্তান নিশাকে ২০১৭ সালে দত্তক নিয়েছিলেন তিনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। এর পরের বছর সারোগেসির মাধ্যমে জন্ম নেন যমজ সন্তান—নোয়া ও অ্যাশর। সানি লিওন জানান, তারা সারোগেট মাকে প্রতি সপ্তাহে বড় অঙ্কের অর্থ দিতেন। সেই টাকায় ওই নারী একটি বাড়ি কিনে ফেলেন এবং পরে ধুমধাম করে বিয়েও করেন। সানির ভাষায়, “আমি সব সময়ই সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। তবে জীবনের পথে সারোগেসির মাধ্যমেও মা হওয়ার অভিজ্ঞতা পেয়েছি।”
২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি লিওন। তখনো দু’জনই পর্নো ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। তবে এখন পরিবারসহ বলিউডে নিজের জায়গা পাকা করেছেন তিনি।