
বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১৭ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে ফেরত আসা কিশোর-কিশোরীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর আইনি সহায়তা দিতে তিনটি এনজিও— রাইট যশোর ৫ জন, মহিলা আইনজীবী সমিতি ৭ জন এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ৫ জনকে গ্রহণ করেছে।
যশোর মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা রানী জানান, ভালো কাজের আশায় দালালের প্রলোভনে পড়ে এসব কিশোর-কিশোরী সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে তারা আদালতে সোপর্দ হয়। পরবর্তীতে মানবাধিকার সংস্থার সহায়তায় তাদের বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়।
তিনি আরও বলেন, দুই দেশের বিশেষ ট্র্যাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পেয়েছে। ফেরত আসা কিশোর-কিশোরীরা চাইলে দালালদের বিরুদ্ধে মামলা করতে আইনি সহায়তা দেওয়া হবে।
ফেরত আসা কিশোর-কিশোরীরা ভারতে যেসব আশ্রয়কেন্দ্রে ছিলো সেগুলোর মধ্যে রয়েছে— নদীয়া জেলার চিলড্রেন গার্লস হোম, নদীয়া জেলার ঘূর্ণি জুভেনাইল অবজারভেশন বয়েজ হোম, বিরামপুরের কেদাই কাজী নজরুল ইসলাম চিলড্রেন হোম, বারাসাতের কিশলয় চিলড্রেন হোম, উত্তর ২৪ পরগনার আরকেভি মিশন হোম, কুচবিহারের শহীদ বন্ধনা স্মৃতি আবাস, লিলুয়াহ এর এএমএম হোম, সল্টলেকের সুকন্যা হোম, উত্তর ২৪ পরগনার এশিয়ান সহযাত্রী সৃষ্টি হোম, বহরমপুর মেন্টাল হাসপাতাল ও লিলুয়াহ হোম।