
ঢাকা জেলার সাভার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫ইং) সকাল ১১টায় সাভার উপজেলা যুব উন্নয়ন ইন্সটিটিউটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুবকর সরকার এবং উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন।
সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আম্বর আলী। এতে উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত চার শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “শিক্ষার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে এবং শিক্ষকদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার শিক্ষকদের উদ্দেশে বলেন, “কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না, শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে হবে।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রশাসন ও শিক্ষকসহ অন্যান্য নেতৃবৃন্দ।