
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণরত বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ডিয়াবাড়ি ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ মোট ৩৩ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
বুধবার (১৩ আগস্ট) মাইলস্টোনের প্রতিষ্ঠাতা কর্নেল (অব.) নুরন নবী ও অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় সর্বাত্মক উদ্যোগের আশ্বাস দেন। একইসঙ্গে তারা উদ্ধারকাজে নিয়োজিত বাহিনী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।
গত ২১ জুলাই দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২৭ শিক্ষার্থী, ২ শিক্ষক, ৩ অভিভাবক ও ১ আয়া প্রাণ হারান। আহত ৩৪ জন বর্তমানে চিকিৎসাধীন। ৬ আগস্ট কলেজ ও ১১ আগস্ট স্কুল শাখায় পাঠদান শুরু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নতুন ভবনে স্থানান্তর এবং নিয়মিত কাউন্সেলিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
১১ আগস্ট শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মাইলস্টোন প্রতিনিধিরা সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তার আহ্বান জানান। ১২ আগস্ট নিহতদের স্বজনরা মানববন্ধন করলে মাইলস্টোন কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘ভুয়া চিঠি’ ইস্যুতে প্রচারিত চিঠিটি তাদের অফিসিয়াল প্যাডে নয় এবং এতে কর্তৃপক্ষের কোনো স্বাক্ষরও নেই। তারা নিশ্চিত করেছে যে ক্যাম্পাস নিরাপদ এবং ভবন যথাযথ অনুমোদন নিয়েই নির্মিত হয়েছে। গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।