ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিনোদন অঙ্গনের বৈষম্য নিয়ে মুখ খুললেন ‘পঞ্চায়েত’-এর অভিনেত্রী 

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েতে’ রিঙ্কি চরিত্রে অভিনয় করেছেন সানভিকা। সাদামাটা সাজে পঞ্চায়েত প্রধানের কন্যা হিসেবে দর্শকের মন ছুঁয়েছেন তিনি। এবার সামাজিক মাধ্যমে তিনি জানালেন, বিনোদন অঙ্গনে সবার সঙ্গে সমা ন আচরণ করা হয় না।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিনোদন জগতে বৈষম্যের শিকার হওয়া নিয়ে সানভিকা তার ইনস্টাগ্রামে বলেছেন, ‘আমি এখনও একই মত পোষণ করছি, তবে আমি এ বিষয়ে বেশি কথা বলতে চাই না। আপনি যদি একটি শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তবে এটি সহজ হয়ে যায়। সবারই নিজস্ব লড়াই আছে। অভিনেতা হিসাবে আপনার জীবনের প্রতিটি পর্যায়ে বিভিন্ন ধরণের লড়াই থাকবে।’ 

আরও বলেছিলেন, ‘এটি যেখান থেকে এসেছিল তা হলো কমপক্ষে আপনাকে সম্মান এবং কিছুটা সমানভাবে আচরণ করার মতো মৌলিক জিনিসগুলোর জন্য লড়াই করতে হবে না, যা অন্যদের ডিফল্টরূপে দেওয়া হয়। আমি যদি নিজেকে অন্য ব্যক্তির সাথে তুলনা করি তবে তাকে স্বাভাবিকভাবেই সম্মান দেওয়া হয়। আমাকে প্রমাণ করতে হবে এবং এর জন্য লড়াই করতে হবে, তারপর আমাকে সেই জিনিসটি দেওয়া হবে।’

‘পঞ্চায়েতে’ সানভিকা ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝা, জিতেন্দ্র কুমার প্রমুখ। এর বাইরে অভিনেত্রী কাজ করেছেন ‘লাখনলীলা ভার্গব’ ও ‘হাজামত’ ওয়েব সিরিজে। 

সর্বাধিক পঠিত

নিউইয়র্কে ড. ইউনূসের স্যুটে বিশ্বনেতাদের সমাগম

বিনোদন অঙ্গনের বৈষম্য নিয়ে মুখ খুললেন ‘পঞ্চায়েত’-এর অভিনেত্রী 

আপডেট সময়: ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েতে’ রিঙ্কি চরিত্রে অভিনয় করেছেন সানভিকা। সাদামাটা সাজে পঞ্চায়েত প্রধানের কন্যা হিসেবে দর্শকের মন ছুঁয়েছেন তিনি। এবার সামাজিক মাধ্যমে তিনি জানালেন, বিনোদন অঙ্গনে সবার সঙ্গে সমা ন আচরণ করা হয় না।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিনোদন জগতে বৈষম্যের শিকার হওয়া নিয়ে সানভিকা তার ইনস্টাগ্রামে বলেছেন, ‘আমি এখনও একই মত পোষণ করছি, তবে আমি এ বিষয়ে বেশি কথা বলতে চাই না। আপনি যদি একটি শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তবে এটি সহজ হয়ে যায়। সবারই নিজস্ব লড়াই আছে। অভিনেতা হিসাবে আপনার জীবনের প্রতিটি পর্যায়ে বিভিন্ন ধরণের লড়াই থাকবে।’ 

আরও বলেছিলেন, ‘এটি যেখান থেকে এসেছিল তা হলো কমপক্ষে আপনাকে সম্মান এবং কিছুটা সমানভাবে আচরণ করার মতো মৌলিক জিনিসগুলোর জন্য লড়াই করতে হবে না, যা অন্যদের ডিফল্টরূপে দেওয়া হয়। আমি যদি নিজেকে অন্য ব্যক্তির সাথে তুলনা করি তবে তাকে স্বাভাবিকভাবেই সম্মান দেওয়া হয়। আমাকে প্রমাণ করতে হবে এবং এর জন্য লড়াই করতে হবে, তারপর আমাকে সেই জিনিসটি দেওয়া হবে।’

‘পঞ্চায়েতে’ সানভিকা ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝা, জিতেন্দ্র কুমার প্রমুখ। এর বাইরে অভিনেত্রী কাজ করেছেন ‘লাখনলীলা ভার্গব’ ও ‘হাজামত’ ওয়েব সিরিজে।