
বাংলা ধারাবাহিকের গণ্ডি ছাড়িয়ে দেবচন্দ্রিমা সিংহরায় এখন হিন্দি ধারাবাহিকের তারকা। কখনও কলকাতা, কখনও মুম্বই। এখন এটাই তাঁর জীবন। এরই মাঝে একটি সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। সমাজমাধ্যমের পাতায় তাঁর বিপুল প্রতিপত্তি। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে তাঁর অনুরাগী সংখ্যা প্রচুর। এই মাধ্যমেই দর্শকের সঙ্গে যোগাযোগ রাখেন দেবচন্দ্রিমা। অনেক বিজ্ঞাপনও করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সমাজমাধ্যমের পাতা তাঁর রোজগারের আরও একটি মাধ্যম। এ বার এই মাধ্যম থেকেই ‘বিরতি’ নেওয়ার ঘোষণা করলেন অভিনেত্রী। দেবচন্দ্রিমার রিল ভিডিয়ো, ঘুরতে যাওয়ার ভিডিয়ো, প্রতি দিনের শুটিংয়ের নানা মুহূর্ত ইনস্টাগ্রামে দেখতে পান দর্শক। সেখানে ইনস্টাগ্রাম বা ফেসবুকের পাতায় কেন সক্রিয় না থাকার সিদ্ধান্ত নিয়েছেন দেবচন্দ্রিমা? সেই কারণও জানিয়েছেন অভিনেত্রী। ইদ পর্যন্ত তিনি আর ইনস্টাগ্রাম বা ফেসবুক ঘাঁটাঘাঁটি করবেন না বলে জানিয়েছেন।
অভিনেত্রী লেখেন, “ঈদ পর্যন্ত আমি নিজেকে ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে দূরে রাখব।” দেবচন্দ্রিমার বাড়িতে আছে দুই পোষ্য। একটির নাম ডলার। আর অন্যটি হল ইউরো। তাদের অনেক ভিডিয়ো দেখা যায় অভিনেত্রীর ইনস্টাগ্রামের পাতায়। যা দেখে বোঝা যায় পশুদের প্রতি তাঁর কেমন অনুভূতি! নেটাগরিকদের একাংশ মনে করছেন, সারা বছর চারদিকে নানা ভাবে পশুহত্যা হয়। তাঁর বাড়িতে দুই পোষ্য আছে। ফলে আরও বেশি মনখারাপ হচ্ছে দেবচন্দ্রিমার। যতই তিনি সমাজমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিন না কেন, তা তাঁর কাজের উপর কোনও প্রভাব ফেলবে না বলেই তিনি জানান। সূত্র: আনন্দবাজার