ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি, ঢাকার আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর একটি মাছের ঘের থেকে মাদ্রাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাইপাইলের শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলেন- পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) এবং জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। নিহতদের স্বজনরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মাইকিং করা হয় এলাকায়, পরে সকালে বাসার পাশের পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ আকন্দ বলেন, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

নিউইয়র্কে ড. ইউনূসের স্যুটে বিশ্বনেতাদের সমাগম

নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময়: ১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

সাভার প্রতিনিধি, ঢাকার আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর একটি মাছের ঘের থেকে মাদ্রাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাইপাইলের শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলেন- পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) এবং জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। নিহতদের স্বজনরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মাইকিং করা হয় এলাকায়, পরে সকালে বাসার পাশের পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ আকন্দ বলেন, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।