ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় হত্যার পর স্ত্রীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী পলাতক

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এক নারীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত ওই নারীর স্বামী। ২০ এপ্রিল রোববার ভোরে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোকসানা আক্তার (২৮) আশুলিয়ার টংগাবাড়ী এলাকার কালাম মাদবরের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি শেরপুর জেলার আবদুর রশিদের মেয়ে।

পুলিশ জানায়, টংগাবাড়িতে রোকসানা আক্তার তাঁর স্বামী সোহাগকে নিয়ে কালাম মাতবরের পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা নিচতলা থেকে ধোঁয়াসহ পোড়া গন্ধ পান। পরে তাঁরা নিচে নেমে রোকসানাদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ সময় তাঁরা দরজা খুলে আগুন নেভান এবং আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোষকে মোড়ানো অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, রোকসানার স্বামী মাদকাসক্ত ছিলেন এবং তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন তার স্বামী। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির স্বামী পলাতক।

সর্বাধিক পঠিত

নিউইয়র্কে ড. ইউনূসের স্যুটে বিশ্বনেতাদের সমাগম

আশুলিয়ায় হত্যার পর স্ত্রীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী পলাতক

আপডেট সময়: ০২:১০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এক নারীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত ওই নারীর স্বামী। ২০ এপ্রিল রোববার ভোরে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোকসানা আক্তার (২৮) আশুলিয়ার টংগাবাড়ী এলাকার কালাম মাদবরের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি শেরপুর জেলার আবদুর রশিদের মেয়ে।

পুলিশ জানায়, টংগাবাড়িতে রোকসানা আক্তার তাঁর স্বামী সোহাগকে নিয়ে কালাম মাতবরের পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা নিচতলা থেকে ধোঁয়াসহ পোড়া গন্ধ পান। পরে তাঁরা নিচে নেমে রোকসানাদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ সময় তাঁরা দরজা খুলে আগুন নেভান এবং আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোষকে মোড়ানো অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, রোকসানার স্বামী মাদকাসক্ত ছিলেন এবং তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন তার স্বামী। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির স্বামী পলাতক।