ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ উট: মরুভূমির জাহাজ থেকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে কলকাতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশি ইলিশ, ক্রেতার ঝোঁক গুজরাট-মিয়ানমারের দিকে কটাক্ষের মুখে দীপিকা পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ

এআর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিজিতের

বলিউডে প্রায় ৬ হাজারের বেশি গান গেয়েছেন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। কিন্তু এআর রহমানের সুরে একটি মাত্র গান গেয়েছেন তিনি। নিছক কাকতালীয় বিষয় নয়, সচেতনভাবেই রহমানের সঙ্গে কাজ করেননি অভিজিৎ। কারণ অস্কারজয়ী এআর রহমানের কাজ করার পদ্ধতির সঙ্গে সহমত পোষণ করেন না এ সংগীতশিল্পী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান প্রসঙ্গে অভিজিৎ ভট্টাচার্য বলেন, নিয়মিত সময়ে কাজ করার অভ্যাস নেই ওদের। ঠিকঠাক পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত আমি। এবার সৃজনশীলতার নামে যদি রাত ৩টা ৩৩ নাগাদ গান রেকর্ড করতে বলে, এর অর্থ বুঝি না আমি!

সেই সময় প্রথম সারির সুরকার অনু মালিক, আনন্দ-মিলিন্দ, যতিন-ললিতের ‘ডাবি’ করছিলেন তিনি। সেই ব্যস্ততার মধ্যেই রহমানের সঙ্গে একদিন সাক্ষাৎ করতে গিয়েছিলেন অভিজিৎ। কিন্তু হোটেলে অপেক্ষা করেই সময় কেটে যায়। রহমানের দেখা নেই। সারাক্ষণ অপেক্ষা করতে পারবেন না, তাই সকালে রেকর্ডিংয়ের পরামর্শ দেন তিনি। রাত ২টা নাগাদ স্টুডিওতে যাওয়ার ডাক পান অভিজিৎ। কিন্তু হোটেলে পৌঁছে দেখেন, রহমান সেখানে নেই। রহমানের সহকারী দায়িত্বে ছিলেন। তিনিই অভিজিৎকে গান গাওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। যদিও যে ছবির গান, সেই ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। পুরো বিষয়টি নিয়ে একাধিকবার রহমানের কাছে জানতে চান অভিজিৎ। কিন্তু রহমানের তরফে কখনো সদুত্তর মেলেনি বলে জানান এ সংগীতশিল্পী।

সর্বাধিক পঠিত

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

এআর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিজিতের

আপডেট সময়: ১২:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

বলিউডে প্রায় ৬ হাজারের বেশি গান গেয়েছেন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। কিন্তু এআর রহমানের সুরে একটি মাত্র গান গেয়েছেন তিনি। নিছক কাকতালীয় বিষয় নয়, সচেতনভাবেই রহমানের সঙ্গে কাজ করেননি অভিজিৎ। কারণ অস্কারজয়ী এআর রহমানের কাজ করার পদ্ধতির সঙ্গে সহমত পোষণ করেন না এ সংগীতশিল্পী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান প্রসঙ্গে অভিজিৎ ভট্টাচার্য বলেন, নিয়মিত সময়ে কাজ করার অভ্যাস নেই ওদের। ঠিকঠাক পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত আমি। এবার সৃজনশীলতার নামে যদি রাত ৩টা ৩৩ নাগাদ গান রেকর্ড করতে বলে, এর অর্থ বুঝি না আমি!

সেই সময় প্রথম সারির সুরকার অনু মালিক, আনন্দ-মিলিন্দ, যতিন-ললিতের ‘ডাবি’ করছিলেন তিনি। সেই ব্যস্ততার মধ্যেই রহমানের সঙ্গে একদিন সাক্ষাৎ করতে গিয়েছিলেন অভিজিৎ। কিন্তু হোটেলে অপেক্ষা করেই সময় কেটে যায়। রহমানের দেখা নেই। সারাক্ষণ অপেক্ষা করতে পারবেন না, তাই সকালে রেকর্ডিংয়ের পরামর্শ দেন তিনি। রাত ২টা নাগাদ স্টুডিওতে যাওয়ার ডাক পান অভিজিৎ। কিন্তু হোটেলে পৌঁছে দেখেন, রহমান সেখানে নেই। রহমানের সহকারী দায়িত্বে ছিলেন। তিনিই অভিজিৎকে গান গাওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। যদিও যে ছবির গান, সেই ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। পুরো বিষয়টি নিয়ে একাধিকবার রহমানের কাছে জানতে চান অভিজিৎ। কিন্তু রহমানের তরফে কখনো সদুত্তর মেলেনি বলে জানান এ সংগীতশিল্পী।