
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলায় গত মে মাসে গ্রেফতার হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। হঠাৎ এ ঘটনায় শোবিজ অঙ্গনে বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে মাত্র দুই দিন পর জামিনে মুক্তি পান তিনি।
কারাগার থেকে বের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন ফারিয়া। সেই থেকে প্রায় চার মাস এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। অবশেষে জামিনের পর প্রথমবার গ্রেফতার প্রসঙ্গে মুখ খুললেন এই অভিনেত্রী।
নিউইয়র্কভিত্তিক বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’-এর বিশেষ অনুষ্ঠান ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান-এ ফারিয়া বলেন, “এ রকম কিছু হবে আশা করিনি। কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং করা—সে হঠাৎ এত জটিলতার মুখোমুখি হলে হতাশ লাগে।”
তিনি আরও বলেন, “আমি মনে করি এটাকেই বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে বড় করে। ওই ঘটনার পর আমি মানসিকভাবে অনেকটা পরিণত হয়েছি। তবে এখনো কথার জন্য পুরোপুরি প্রস্তুত নই।”
নিজেকে ভাগ্যবান উল্লেখ করে ফারিয়া বলেন, “আমার পরিবার, ভক্তদের ভালোবাসা ও দোয়ায় কঠিন সময় পার করতে পেরেছি। গ্রেফতারের ১০-১৫ দিনের মধ্যেই আবার কাজে ফিরেছি। এ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, কোনো কিছুই স্থায়ী নয়। জীবন অনিশ্চিত, তবে সৎ থাকলে খারাপ শক্তি কখনো স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না।”সবশেষে তিনি দর্শক, সংবাদকর্মী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমার জন্য সবাই যেভাবে একসাথে কথা বলেছেন, কেঁদেছেন—একজন শিল্পী হিসেবে এর থেকে বড় অর্জন আর কিছু হতে পারে না।”