
সাত পরিবহনকে জরিমানা, তিনটি ট্রাক জব্দ
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় শব্দ দূষণ ও পরিবেশ বিপর্যয় রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে সাতটি পরিবহনকে নগদ ১৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং উন্মুক্তভাবে বালি বহনের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। তিনি জানান, পরিবেশ দূষণ রোধে অধিদপ্তর এখন কঠোর অবস্থানে রয়েছে। মহাসড়কে চলাচলকারী যানবাহনের অতিরিক্ত শব্দ ও অস্বাভাবিক ধোঁয়া নির্গমন যাত্রী এবং আশপাশের সাধারণ মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই কারণে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, শব্দ দূষণ শুধু মানুষের শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি মানসিক অস্থিরতাও তৈরি করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, সাভারসহ মহাসড়কের বিভিন্ন এলাকায় বিশেষ করে পিক আওয়ারে হর্নের শব্দ সহ্যসীমার বাইরে চলে যায়। এর ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই পরিবেশ অধিদপ্তরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।
শব্দ দূষণের অভিযোগে ৭টি পরিবহন : ১৩,০০০ টাকা জরিমানা, উন্মুক্তভাবে বালি বহনের অভিযোগে ৩টি ট্রাক জব্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ আরও জানান, শুধু বলিয়ারপুর নয়, ঢাকা-আরিচা মহাসড়কের অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে অভিযান চালানো হবে।