
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে যৌথ বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলো— রংপুর জেলার বদরগঞ্জ থানার উত্তর বাউচার এলাকার আকতারুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮) ও নীলফামারী জেলার ডিমলা থানার দোহারপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৫)। তারা দু’জনেই আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে নাসা গ্রুপে কাজ করতেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গার্মেন্টস কারখানায় কয়েক’শ দুর্বৃত্ত ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় ২১ জনকে পিটিয়ে আহত করা হয়, যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় অনন্ত গার্মেন্টসের ডেপুটি ম্যানেজার (প্রশাসন) খাজের আহমেদ বাদী হয়ে কয়েক’শ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, ভাঙচুর ও অগ্নিসংযোগে কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রায় ৯৫ লাখ টাকা এবং ভাঙচুরে ১০ লাখ টাকার ক্ষতি হয়। সর্বমোট এক কোটি পাঁচ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছে প্রতিষ্ঠানটি।
ওসি আব্দুল হান্নান বলেন, “গ্রেপ্তার দুইজনকে যৌথ বাহিনী থানায় হস্তান্তর করেছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”